আগরতলা: ত্রিপুরায় দ্বিতীয় বারের জন্য ক্ষমতা দখল করল বিজেপি। কিন্তু ক্ষমতায় এলেও কোনও মতে ম্যাজিক ফিগার পার করতে সমর্থ হয়েছে পদ্মশিবির। বাম-কংগ্রেস জোট উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে দ্বিতীয় স্থানে থাকলেও আসন কমেছে তাঁদেরও। তবে ২০২৩ সালের ত্রিপুরার ভোটের সবথেকে বড় চমক তিপ্রা মোথা। ত্রিপুরা রাজ পরিবারের সদস্য প্রদ্যোৎ মানিক্য দেববর্মার এই দল ১৩টি আসন জিতে ত্রিপুরার রাজনীতিতে নিজেদের অবস্থান পোক্ত করেছে। তবে তারকার প্রার্থীদের মধ্যে অনেকেই নিজেদের আসন ধরে রাখতে সমর্থ হয়েছেন। আবার কিছু নক্ষত্র পতনের সাক্ষীও থাকল ত্রিপুরার এই নির্বাচন। আসুন এক নজরে দেখে নিই এ রমকই কিছু প্রার্থীকে।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্র থেকে। সেই কেন্দ্র থেকে তিনি জিতলেও তাঁর ব্যবধান নেমে গিয়েছে হাজারেও নীচে। ওই কেন্দ্রে মানিকের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেসের আশিস সাহা। গত বছর উপনির্বাচনে এই কেন্দ্র থেকেই আশিসকে ৬ হাজারেরও বেশি ভোটে হারিয়ে ছিলেন মানিক। কিন্তু এ সেই ব্যবধান কমল অনেকটাই। বাম-কংগ্রেসের জোট এই ব্যবধান কমার অন্যতম কারণ বলে মত বিশেষজ্ঞদের। এই কেন্দ্রে মানিক পেয়েছেন ৫০ শতাংশ ভোট। আশিস সাহা পেয়েছেন ৪৭ শতাংশ ভোট।
চারিলাম কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন জিষ্ণু দেব বর্মা। তিনি ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী ছিলেন তিনি। কিন্তু সেই আসনে তিপ্রা মোথা পার্টির প্রার্থী সুবোধ দেববর্মার কাছে হেরে গিয়েছেন তিনি। জিষ্ণুর পাশাপাশি ত্রিপুরা বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যও হেরেছেন বনমালিপুর আসন থেকে। এই আসনে জিতেছে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী গোপাল চন্দ্র রায়। তবে বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক ধনপুর কেন্দ্র থেকে জিতেছেন। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে জিতেছিল সিপিএম।
ত্রিপুরায় কংগ্রেসের জনপ্রিয় নেতা সুদীপ রায় বর্মণ আগরতলা আসন থেকে জিতেছেন। এই নিয়ে টানা ৬ বার জিতলেন তিনি। ২০১৮ ,সালে বিজেপির টিকিটে এই কেন্দ্র থেকে জিতেছিলেন সুদীপ। পরে অবশ্য তিনি কংগ্রেসে ফিরে আসেন। ত্রিপুরা সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীও সাব্রুম বিধানসভা কেন্দ্র থেকে জিতেছেন।
তবে ত্রিপুরার দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর আসন ধরে রাখতে সমর্থ হয়নি তাঁদের দল। ত্রিপুরার বাম মুখ্যমন্ত্রী মানিক সরকার দাঁড়াতেন ধনপুর থেকে। সেই আসনে জিতেছেন বিজেপির প্রতিমা ভৌমিক। অন্য দিকে বিপ্লব দেব দাঁড়িয়েছিলেন বনমালীপুর আসন থেকে। সেই আসনে হেরেছেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। কংগ্রেস জিতেছে ওই আসনে।