Panchayat Election 2023: বিজেপির প্রার্থীর বাড়িতে গিয়েছিল সাদা থান-ফুল, জবাব দিল জনগণ

TV9 Bangla Digital | Edited By: Manu Choudhary

Apr 29, 2024 | 12:56 PM

Panchayat Election 2023: বিরোধী প্রার্থীদের অনেকের বাড়িতেই পাঠানো হয়েছিল সাদা থান। কিন্তু, সাদা থান পাঠিয়ে কি কোনও লাভ হল? কেমন ফল করলেন সাদা থান পাওয়া প্রার্থীরা?

Panchayat Election 2023: বিজেপির প্রার্থীর বাড়িতে গিয়েছিল সাদা থান-ফুল, জবাব দিল জনগণ
সকালে দরজা খুলেই সাদৈা থান পেয়েছিলেন বিজেপি প্রার্থীর মা
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: মিটে গিয়েছে পঞ্চায়েত ভোট। তবে তারপরও হিংসার অবসান ঘটেনি। পঞ্চায়েত ভোট ঘোষণার দিন থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছিল অশান্তি। মারধর, হত্যার পাশাপাশি ছিল অবিরাম হুমকি। আর এইবারের পঞ্চায়েত ভোটে ফিরে এসেছিল বাম আমলের স্মৃতিও। বিরোধী প্রার্থীদের অনেকের বাড়িতেই পাঠানো হয়েছিল সাদা থান। বিরোধী প্রার্থীদের হত্যার হুমকি দিতে এই সাদা থান পাঠানোর সংস্কৃতি, বাম আমলে অত্যন্ত স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছিল। এক সময় তৃণমূল কংগ্রেসই এই অভিযোগ জানাত। এবার সেই একই অভিযোগে বিদ্ধ হয়েছে শাসক দল। কিন্তু, সাদা থান পাঠিয়ে কি কোনও লাভ হল? কেমন ফল করলেন সাদা থান পাওয়া প্রার্থীরা?

পঞ্চায়েত ভোটের ঠিক আগেরদিন, নদিয়া জেলার শান্তিপুরের ফুলিয়া টাউনশিপে সাদা থান পাঠানো হয়েছিল বিজেপির মণ্ডল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী চঞ্চল চক্রবর্তীকে। সঙ্গে ছিল গীতা, কর্পুর, মিষ্টি এবং ধূপকাঠি। মানে, শ্রাদ্ধানুষ্ঠানে যা যা উপকরণ লাগে। চঞ্চল চক্রবর্তী জানিয়েছিলেন, তাঁকে আগেও একাধিকবার বিভিন্ন হুমকি দেওয়া হয়েছে। কিন্তু, তিনি এই সব হুমকিতে ভয় পান না । তবে এই ঘটনায় তাঁর পরিবার কিছুটা হলেও ভয় পেয়েছে বলে জানিয়েছিলেন তিনি। ভোটের ফল বের হতে দেখা গিয়েছে, বিপুল ভোটে জয়ী হয়েছেন চঞ্চল চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী বলতে গেলে দাঁড়াতেই পারেননি। আর শুধু চঞ্চল চক্রবর্তী নন, গোটা ফুলিয়া টাউনশিপ এলাকাতে সামগ্রিকভাবে বিজেপি দুর্দান্ত ফল করেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, তৃণমূলের হুমকির যোগ্য জবাব দেওয়া গিয়েছে।

সাদা থান দেওয়ার চেষ্টা করা হয়েছিল, হুগলির ধনিয়াখালীর গুড়াপ থানার ভাস্তারা এলাকার পঞ্চায়েত সমিতির সিপিআইএম প্রার্থী বরুণ গোস্বামীকেও। গ্রামবাসীরা ধরে ফেলেছিলেন দুষ্কৃতীদের। কিন্তু, প্রবল হুমকির মুখে পরের দিনই মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন বরুণ গোস্বামী-সহ এলাকার ১০ সিপিআইএম প্রার্থী। সবকটি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। জয়নগর ১ নম্বর ব্লকের অন্তর্গত চালতা বেড়িয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ব্যানার্জী চকের ২৫৩ নম্বর বুথের বাম সমর্থিত নির্দল প্রার্থী সুব্রত গায়েনও সাদা থানের হুমকি পেয়েছিলেন। হুমকির মুখেও মনোনয়ন প্রত্যাহারের পথে হাঁটেননি তিনি। তবে, জয় অধরাই থেকে গিয়েছে তাঁর।

সাদা থান পাওয়ার তালিকায় ছিলেন বনগাঁ ব্লকের বনগাঁ পঞ্চায়েত সমিতির ২০ নম্বর আসনের বিজেপির প্রার্থী আশিস মণ্ডল, কাঁথি এক নম্বর ব্লকের সাবাজপুট গ্রাম পঞ্চায়েত এলাকার ১৯৬ নম্বর বুথের বিজেপি প্রার্থী নীলিমা দত্তরাও। এই দুই প্রার্থীর নির্দিষ্ট আসনের ফলাফল এখনও পাওয়া যায়নি। তবে, উত্তর ২৪ পরগণায় সবুজ আবিরের দাপটে আর কোনও রঙ দেখাই যাচ্ছে না। আর পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসকে ভালই টক্কর দিয়েছে বিজেপি।

Next Article