Panchayat Election Result 2023 Live Streaming: মঙ্গলে প্রকাশ পঞ্চায়েত ভোটের ফল, প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jul 10, 2023 | 2:47 PM

Live Streaming: সমস্ত কেন্দ্রেরই একসঙ্গে ফল প্রকাশ হবে ১১ জুন, মঙ্গলবার। সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে। আর প্রথম থেকেই সরাসরি গণনাকেন্দ্র থেকে ভোটের ফলাফলের আপডটের উপর নজর রাখবে টিভি৯ বাংলা।

Panchayat Election Result 2023 Live Streaming: মঙ্গলে প্রকাশ পঞ্চায়েত ভোটের ফল, প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়
কোন জেলায় কত ভোট পড়ল দেখে নিন
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কলকাতা: টানটান উত্তেজনা, অশান্তির মধ্য দিয়ে অবশেষে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট (Panchayat Election)। ত্রিস্তরীয় এই ভোটকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে হিংসার খবর উঠে এসেছে। বিশেষত, দক্ষিণবঙ্গের জেলাগুলির বিভিন্ন কেন্দ্রে বেপরোয়া ছাপ্পা ভোট, হুমকি, সন্ত্রাসের ছবি উঠে এসেছে। কেন্দ্রীয় বাহনী দিয়ে ভোট করানোর পরেও এখনও পর্যন্ত ভোট-হিংসার বলি হয়েছে ২০ জন। অশান্তি ও ছাপ্পা ভোটের অভিযোগে অনেক বুথে পুনর্নির্বাচনও হচ্ছে সোমবার। তবে সমস্ত কেন্দ্রেরই একসঙ্গে ফল প্রকাশ হবে ১১ জুন, মঙ্গলবার। সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে। আর প্রথম থেকেই সরাসরি গণনাকেন্দ্র থেকে ভোটের ফলাফলের (Panchayat Election Result) আপডটের উপর নজর রাখবে টিভি৯ বাংলা। কোথায়-কোথায় ভোট-গণনার আপডেট পাবেন, দেখে নিন একনজরে…

পঞ্চায়েত ভোটের ফল গণনা শুরু হবে ১১ জুন, মঙ্গলবার সকাল ৮টা থেকে। প্রতি মুহূর্তের আপডেট পেতে চোখ রাখুন টিভি৯ বাংলার ওয়েবসাইট https://tv9bangla.com/india-এ।

পঞ্চায়েত ভোটের ফল গণনার আপডেট টিভি৯ বাংলার ফেসবুক পেজেও পাওয়া যাবে। ক্লিক করুন https://www.facebook.com/TV9BanglaLive/ লিঙ্কে।

মঙ্গলবার সকাল থেকে পঞ্চায়েত ভোটের ফলের প্রতি মুহূর্তের আপডেট পাবনে টিভি৯ বাংলা ইউটিউবে। ক্লিক করুন https://www.youtube.com/@TV9BanglaLive লিঙ্কে

Next Article