বর্তমানে বক্স অফিসে চলছে অক্ষয় কুমার অভিনীত ছবি ও মাই গড ২ (OMG2)। তবে এই ছবি বক্স অফিসে সেভাবে পসার জমাতে পারছে না, উল্টো দিকে পাল্লা দিয়ে প্রতিযোগিতায় জয়ের তিলক কপালে নিয়ে ছুটছেন সানি দেওল অভিনীত ছবি গদর ২। প্রথম সপ্তাতেই ৩০০ কোটির দরজায় পৌঁছে গিয়েছে এই ছবি। অন্যদিকে অক্ষয় কুমারের ছবি ১০০ কোটির দরজাতে পৌঁছাতে পারল না প্রথম সাত দিনে। পরপর ফ্লপ, একদিকে যেমন ছবি বক্স অফিসে জায়গা করতে পারছে না, ঠিক তেমনই অন্যদিকে তাঁর পারিশ্রমিক নিয়ে চর্চা সর্বত্র তুঙ্গের। কখনও শোনা যাচ্ছে তিনি নাকি ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন, কখনও আবার শোনা যাচ্ছে তিনি নাকি তারও বেশি পারিশ্রমই থাকাচ্ছেন প্রযোজকদের কাছ থেকে।
বাস্তব ছবিটা কি সত্যিই তাই? এবার ও মাই গড টু ছবির প্রযোজক অজিৎ আন্ধ্রে স্পষ্ট জানিয়ে দিলেন অক্ষয় কুমার নাকি এই ছবির জন্য একটি টাকাও পারিশ্রমিক নেননি। ছবির নির্মাণ খরচ ছিল ১৫০ কোটি টাকা। ছবি এখনও পর্যন্ত আয় করেছেন ৮৬ কোটি টাকা। ফলে লাভের মুখ এখনও দেখেনি ছবি। এই ছবি হাত ধরেই অক্ষয় কুমারের ভাগ্য ফিরবে বলেই আস্থা রেখেছিল বলিউড, কিন্তু এই ছবিও মুখ থুবড়ে পড়ায় অক্ষয় কুমারকে নিয়ে এবার বাড়ছে দুশ্চিন্তা। গত দেড় বছর ধরে একের পর এক ফ্লপ ছবি অক্ষয় কুমারের ঝুলিতে। তবে কি দর্শক মহলে কমছে তাঁর চাহিদা এমনই প্রশ্ন দানা বাঁধছে সিনেপাড়ার অন্দরমহলে। অথচ উল্টোদিকের ছবিটা সম্পূর্ণ বিপরীত গল্প বলছে। একের পর এক ছবি যখন ফ্লপের তকমা পায়, তখনই অক্ষয় কুমার জানিয়েছিলেন দর্শক প্রেক্ষাগৃহ থেকে মুখ ফিরিয়েছেন। তবে বাস্তবে জেলার, গদর ২ যেভাবে চলছে, তা এক কথায় প্রমাণ করে অক্ষয় কুমারের ছবি এই প্রতিযোগিতায় টিকতে পারছে না।