আয়ুষ্মান খুরানা। বলিউডের অন্যতম অভিনেতা, যিনি বারবার নিজেকে প্রমাণ করেছেন তাঁর অভিনয় দক্ষতায় তাক লাগিয়ে। যে কোনও চরিত্রেই যেন তিনি পারফেক্ট। যে কোনও চরিত্রে খুব সহজেই তিনি নিজের দখলে নিয়ে নিতে পারেন। যার মধ্যে অন্যতম চরিত্র হল পূজা। ড্রিম গার্ল ছবিতে পূজার কণ্ঠস্বরে তাক লাগিয়েছিলেন তিনি। তবে এবার আর কণ্ঠস্বর নয়। আয়ুষ্মান খুরানা এবার সকলকে চমকে দিলেন মহিলা লুকে। কোমরের ভাঁজ থেকে শুরু করে লুক, সবেতেই তিনি যে কোনও অভিনেত্রীকে দশ গোলে হারিয়ে দিতে পারেন। তবে অভিনেতাদের অভিনেত্রী লুকে এই প্রথম দেখা যাচ্ছে না। যখন প্রথম ভারতের বুকে ছবি তৈরি হতে দেখা যায়, তখন মহিলাদের ছবি করার অনুমতী ছিল না। তখন পুরুষরাই নারীদের চরিত্রে অভিনয় করতেন। ১০০ বছর আগের কথা। দাদা সাহেব ফালকে ১৯১৩ সালে রাজা হরিশচন্দ্র ছবির জন্য রানি তারামতীর চরিত্রে কাস্ট করেছিলেন আন্না সালুকেকে। তার ঠিক ১১০ বছর পর পুরুষদের গায়ে মহিলাদের পোশাক উঠছে। আর তা বেজায় বিনোদনের সঙ্গে গ্রহণ করছেন দর্শকেরা। যার অন্যতম উদাহরণ ড্রিম গার্ল ২।
এই ছবি সম্পর্কে আয়ুষ্মান খুরানা প্রথম থেকেই খোলসা করেছিলেন, তিনি নিজেকে যতটা সম্ভব ভাঙার চেষ্টা করছেন। সব থেকে বেশি মজার বিষয় হল, তিনি যতবার পূজা হয়ে উঠেছেন, ততবারই তাঁর আচরণ আপনা থেকেই পাল্টে গিয়েছে। আয়ুষ্মানের কথায়, এক এক সময় পূজা চরিত্রে না থাকলেও তিনি ওইভাবেই কথা বলে ফেলতেন।