Jadavpur Case: যাদবপুরের ছাত্র মৃত্যুতে ফুঁসছে রাজ্য, সিনেমা ও নাট্যজগতের স্বনামধন্য ব্যক্তিত্বদের জ্বলন্ত প্রতিক্রিয়া

Sucharita De | Edited By: Jayita Chandra

Aug 17, 2023 | 4:34 PM

Reaction: টলিউডের সব প্রজন্মের প্রতিনিধিরাই টলিউডে দাপিয়ে কাজ করছেন। তিন প্রজন্মের বিশিষ্টজনের সঙ্গে যোগাযোগ করেছে TV9 বাংলা।

Jadavpur Case: যাদবপুরের ছাত্র মৃত্যুতে ফুঁসছে রাজ্য, সিনেমা ও নাট্যজগতের স্বনামধন্য ব্যক্তিত্বদের জ্বলন্ত প্রতিক্রিয়া

Follow Us

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বুধবার কলকাতা পুলিশ গ্রেফতার করেছে আরও ৬ জনকে। এদের মধ্যে ধৃত সপ্তক কামিল্যার ঘর থেকে ল্যাপটপ উদ্ধার হয়েছে। ল্যাপটপেরর মধ্যে কী তথ্য আছে, তার খোঁজে ব্য়স্ত এখন তদন্তকারীরা। এই নিয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় মোট ৯ জনকে গ্রেফতার করা হল। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এখন অনেকেই বাংলার সিলভার স্ক্রিনের তারকা। প্রবীণ থেকে নবীন… টলিউডের সব প্রজন্মের প্রতিনিধিরাই টলিউডে দাপিয়ে কাজ করছেন। তিন প্রজন্মের বিশিষ্টজনের সঙ্গে যোগাযোগ করেছে TV9 বাংলা। এই ঘটনায় তাঁরা তাদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিসেবে লজ্জিত তাঁরাও প্রত্যেকেই। ঘটনার তীব্র নিন্দা করে এই ধরনের ‘ইন্ট্রো’র নামে ব়্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে বলেছেন সকলেই।

কে, কী বললেন?

অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী:
“বহু বছর ধরেই এই ধরনের ব়্যাগিং চলে আসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।” চিরঞ্জিত যেহেতু কলকাতায় থেকেই পড়াশোনা করেছেন, তাই তিনি সেভাবে কখনওই মৃদু বা নিরামিষ ‘ইন্ট্রো’র নামে ব়্যাগিং প্রত্যক্ষ করেননি। তবে আবাসিকদের থেকে বহু গল্প শুনেছেন প্রাক্তনী এই অভিনেতা তথা উত্তর পরগনার বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত। তাঁর কথায়, “নকশাল আন্দোলনের সময় পরিস্থিতি আরও ভয়াবহ ছিল এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তবে এই ধরনের ঘটনা কোনওভাবেই মানা উচিত নয়। অমানবিক এই প্রথাকে কঠোর শাস্তির মাধ্যমে অবিলম্বে বন্ধ করা উচিত।”

অভিনেত্রী পায়ের সরকার:
প্রাক্তনী-অভিনেত্রী পায়ের সরকারের মতে, ‘স্বাধীনতার নামে যা খুশি করা’টা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে হোক অথবা অন্দরে—তাতে এবার একটু রাশ টানা দরকার। পায়েল বলেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিজেদের সব কিছুতেই ‘কলরব’ করতে দেখা গেলেও এই বিষয়ে তারা চুপ কেনো? বিশ্ববিদ্যালয়ের অন্দরে সকলকেই সচেতন হতে হবে।”

নাট্যশিল্পী সুজন মুখোপাধ্যায়:
অভিনেতা তথা নাট্যকার সুজন মুখোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন। সুজন (নীল)-এর কথায়, “এই বিশ্ববিদ্যালয়ে সবাই মেধা তালিকার প্রথম দিকের। তবে এদের মেধা থাকলেও ভাল কাজের পরিবর্তে বদমায়েশিতে বেশি খরচ করে। মানুষ হিসেবেও এরা ভাল নয়। শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ থেকে সমাজের সকলকেই এর দায়িত্ব নিতে হবে। এই ঘটনার পুনরাবৃত্তি যেন কোনও মতেই না হয়।”

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা সকলকেই এক মত, ব়্যাগিংয়ের মতো ঘৃণ্য ও অমানবিক আচরণ থেকে বিশ্ববিদ্যালয়কে বিরত থাকতেই হবে। প্রাক্তনী হিসেবে এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছে সকলকেই।

Next Article