তিন বছর ধরে একটা স্বপ্ন দেখেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, সেই স্বপ্নের বাস্তবায়ন হয়েছিল ২০২১ সালের ২৭ জুন। বিদেশের মাটিতে নিউ ইয়র্কে প্রিয়াঙ্কা শুরু করেছিলেন তাঁর সাধের রেস্তরাঁ ‘সোনা’। তবে সম্প্রতি জানা গিয়েছে, রেস্তরাঁটির সঙ্গে সম্পর্ক চুকেছে তাঁর। ‘সোনা’র সহ প্রতিষ্ঠাতা মণীশ কে অবশ্য সংবাদমাধ্যমে জানিয়েছেন, ক্রিয়েটিভ পার্টনার হিসেবে না থাকলেও সোনা পরিবারের অংশ হয়েই থাকবেন তিনি। কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত?
প্রিয়াঙ্কার মুখপাত্রের কথায়, “সোনার সঙ্গে যুক্ত হওয়া তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এক অধ্যায়। কিন্তু সোনা থেকে সরে এসে তিনি জীবনের ব্যপ্তি আরও বিশাল ভাবে বুঝতে চান।”
প্রসঙ্গত, প্রিয়াঙ্কা যখন প্রথম ওই রেস্তরাঁ খোলেন তখন তা নিয়ে কম সমালোচনা হয়নি। কারণ একটাই, রেস্তরাঁটির আকাশচুম্বী দাম। একটি সিঙাড়ার দাম ভারতীয় মুদ্রায় ১০০০ টাকা শুনে চোখ কপালে উঠেছিল অনেকেরই। এখানেই শেষ নয়। মুম্বইয়ের অন্যতম জনপ্রিয় স্ট্রিট ফুড বড়া পাও। সাধারণ দোকানে মাত্র ৪০ টাকায় মেলে এই খাবার। কিন্তু প্রিয়াঙ্কার দোকনে তার দাম ছিল ১৪ ডলার অর্থাৎ ১ হাজার টাকার উপরে। সাধারণ ন্যাপকিনেরও দাম প্রায় ৩৭৪০ টাকা। আর খাবারের প্লেটের দাম রাখা হয়েছিল কমপক্ষে ৬০ ডলার। সে যাই হোক, আপাতত আরও বৃহত্তর ক্ষেত্রে বিনিয়োগ করার ইচ্ছে প্রিয়াঙ্কার। খাবার-টাবারের দিকে তাই মুখ ফিরিয়েছেন তিনি।