গায়ক পাপন, যাঁর কণ্ঠস্বরে মুগ্ধ হাজার হাজার ভক্ত। ঝড়ের গতিতে ভাইরাল হয় যাঁর অধিকাংশ গান, তাঁর ঝুলিতে গানের সংখ্যা বেশ কিছুটা কম। কেন? প্রশ্ন করতেই এবার সোজা সাপটা উত্তর দিলেন পাপন। স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি টাকা করতে চাইলে আরও দশ রকমের কাজ করতে পারতেন। কিন্তু করেননি। গান তাঁর সাধনার বিষয়। বহু গানের সুযোগই আসে, কমার্শিয়াল হিটের কথা মাথায় রেখে কোনওদিন গান গাইতে শোনা যায় না পাপনকে। তাঁর কথায়, আমার যাঁরা শ্রোতা রয়েছেন, তাঁরা আমার গান শুনলেই বুঝতে পারেন, আমায় বলেন, আপনার গানের ট্যাক শুনলেই বুঝতে পারি এটা আপনার গান। পাপন এদিন হিন্দুস্তান টাইমস-কে এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দেন, এটাই তাঁর পাওনা। তাঁর ভেতর থেকে সুর আছে, যখন ইচ্ছে হয়, তিনি তখন গান বাঁধেন জোর করে কিছু করার চেষ্টা কোনওদিনই করেননি তিনি।
পাপনের ঝুলিতে বহু জনপ্রিয় গান রয়েছে। তবুও পাপনকে সেভাবে গান গাইতে দেখা যায় না। অন্যরা যখন মুঠো মুঠো গান গাইছেন, ঠিক তখনই পাপনের গলায় অন্য সুর। তাঁর কথায় গান গাইবার বিষয় তিনি কোনওদিন আপোস করেননি, গান গাইবার বিষয় কোনওদিন টাকার কথাও ভাবেননি। তাঁর বিশ্বাস সেই কারণেই দর্শকেরা তাঁর গান আলাদা করে চিন্তা পারেন। তাঁর কথায়, তিনি যখন কোনও গান পছন্দ করেন, তখন তিনি সেই গানের মধ্যে আত্মার সংযোগ দেখার চেষ্টা করেন। সেটার বাণিজ্যিক দিকটা খতিয়ে দেখার চেষ্টাও করেন না বলেই স্পষ্ট জানিয়ে দেন পাপন।