কখনও কখনও একটা সুন্দর বাথরুমও মনে করিয়ে দিতে পারে জেলের সেই সব দিনের কথা। মনে করিয়ে দিতে পারে সুপারস্টার হয়েও জেলের বাথরুম পরিস্কার করার দিন। ঠিক যেমনটা ঘটেছে সলমন খানের সঙ্গে, বিগবস ওটিটির ফাইনালে … বিগবসের এই সিজনে বাথরুম খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছিলেন ঘরের সদস্যরা। সেই প্রসঙ্গত টেনে এনেই সলমন জানান, বিগবসের এত বছরের ইতিহাসে এই প্রথম। আর এই পরিষ্কার করে রাখার নেপথ্যে অন্যতম প্রতিযোগী পূজা ভাটের প্রশংসা করেন তিনি।
এরই পাশাপাশি তিনি বলেন, “আমি নিজেও বাথরুম পরিষ্কার করেছি। আমি বোর্ডিং স্কুলে থাকতাম। সেখানে নিজেই নিজের কাজ করতাম। জেলে যখন ছিলাম, তখনও আমাকে করতে হয়েছে। কোনও কাজই ছোট বা বড় নয়।” অল্পদিনের জন্য হলেও জেলে কাটাতে হয়েছে তাঁকে, সে কথা সকলেরই জানা। বিগবসের বাড়ির পরিস্কার বাথরুম উস্কে দিল সেই সব স্মৃতিই। প্রসঙ্গত, বিগবস ওটিটি সিজন ২-এর ফাইনালে অনুষ্ঠিত হয়েছে গতকাল অর্থাৎ সোমবার। এ বারের সিজনে প্রথম হয়েছেন ইউটিউবার এলভিশ যাদব। তিনি পেয়েছেন ২৫ লক্ষ টাকার নগদ পুরস্কার। দ্বিতীয় স্থানে রয়েছেন অভিষেক মলহান। এই সিজন প্রথম থেকেই ছিল উত্তেজনায় ভরপুর। বিগবসের অন্দরে ফোনের ব্যবহার– এ সব নিয়েই উত্তাল ছিল ‘ঘর’। অবশেষে সেই সিজন শেষ হয়েছে। কিন্তু রেশ রয়েছে এখনও।