জীবনে এমন অনেক পরিস্থিতি আসে, যখন প্রতিটা মানুষ বুঝতে ও ভাবতে শুরু করে নতুন করে। এমনই একটা সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন কয়েকদিন আগে অভিনেত্রী সুস্মিতা সেন। সবটাই চলছিল ঠিক পথে, যেমনটা ভেবেছিলেন, যেমনটা পরিকল্পনা করেছিলেন, সে অনুযায়ী জীবনটাকে চালনা করছিলেন তিনি। কিন্তু হঠাৎই ঘটে ছন্দপতন। নিজের শরীর নিয়ে সচেতন সুস্মিতা সেন হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। বিপদ কি আর মানুষকে বলে আসে! তাই হঠাৎ-ই এই অসুস্থ হয়ে পড়ায় রীতিমত ঘাবড়ে গিয়েছিলেন তিনি। বর্তমানে ‘তালি’ ওয়েব সিরিজ নিয়ে প্রচারে ব্যস্ত থাকা অভিনেত্রী এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন তাঁর সেই ভয়ানক দিনের কথা।
না, শারীরিক সমস্যা সেই সময় তাঁকে ভাবায়নি, তবে তিনি হঠাৎই ভাবতে শুরু করেন তাঁর অনেক কাজ রয়েছে, যা এখনও করা হয়নি। এমন অনেক কিছু বাকি থেকে গেছে, যা তাঁকে সময়ের সঙ্গে সঙ্গে দ্রুত শেষ করতে হবে। তাঁর হঠাৎ এই শরীর খারাপ যেন তাঁর চোখ খুলে দিয়ে যায়। সুস্মিতার কথায়, ”আমি অসুস্থ হওয়ার পর হঠাৎ করে আমি বুঝতে পারি আমার অনেক কাজ অসম্পূর্ণ থেকে গিয়েছে। এখনও অনেকটা কাজ করা বাকি, আমায় সেগুলো সময় সঙ্গে সঙ্গে করে ফেলতে হবে। এই চেতনা বোধ জাগিয়ে দিয়ে গিয়েছে আমার আকস্মিক এই শরীর খারাপ।”
এখানেই শেষ নয়, তিনি অভিনেত্রী হওয়ার বেশ কিছু সমস্যার কথাও জানান। কাজ না পাওয়া বসে থাকা কিংবা সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে জায়গা করে নেওয়া, ট্রোল হওয়া, এ সব কিছুই জীবনের অংশ হয়ে ওঠে এই জগতে পা রাখলে। তাঁর ক্ষেত্রেও বিন্দুমাত্র ব্যতিক্রম ঘটেনি। তবে সবকিছু কাটিয়ে এবার সুস্মিতা কেবল নিজের কাজে নজর দিতে চান। একে একে শেষ করতে চান তাঁর অসম্পূর্ণ থেকে যাওয়া নানা ইচ্ছে এবং দায়-দায়িত্ব।