কিছুদিন আগেই বাবাকে নিয়ে মুখ খুলেছিলেন পঙ্কজ ত্রিপাঠি। জানিয়েছিলেন, তাঁর সাফল্যে বাবা খুব একটা খুশি নন। এবার তাঁকে নিয়ে খারাপ খবর। প্রয়াত হলেন অভিনেতা বাবা পন্ডিত বেনারস তিওয়ারি। এ দিন অর্থাৎ সোমবার মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল ৯৯ বছর। সূত্র জানাচ্ছে, খবর পেয়ে ইতিমধ্যেই মুম্বই থেকে গোপালগঞ্জের গ্রামে পৌঁছে গিয়েছেন পঙ্কজ। অভিনেতার টিমের তরফে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়, “দুঃখের সঙ্গে জানাচ্ছি, পঙ্কজ ত্রিপাঠির বাবা পণ্ডিত বেনারস তিওয়ারি প্রয়াত হয়েছে। প্রিয়জনদের উপস্থিতিতে তাঁর শেষকৃত্য আজই সম্পন্ন হবে।”
কিছু দিন আগেই বাবাকে নিয়ে মুখ খুলেছিলেন এক সাক্ষাৎকারে। বলেছিলেন, “আমার কৃতিত্বে বাবা বিশেষ খুশি নন”। এমনকি তিনি এও জানান, এখনও পর্যন্ত তাঁর বাবা কোনওদিন কোনও সিনেমা হলে যাননি।” নতুন বাড়ি দেখাতে বাবাকে নিয়ে এসেছিলেন মুম্বইয়ে। তা দেখেও খুব একটা প্রতিক্রিয়া দেননি বাবা, জানিয়েছিলেন পঙ্কজ।
যোগ করেছিলেন, “আমার কৃতিত্বে বাবা খুব একটা খুশি নন। বাবা এখনও জানেন না আমি সিনেমাতে ঠিক কী করি। সিনেমা হল ভিতর থেকে দেখতে কেমন হয় সে বিষয়েও এখনও পর্যন্ত বাবার কোনও ধারণা নেই। মাঝেমধ্যে টিভি অথবা কম্পিউটারে তিনি আমার কাজ দেখেন। তাই যদি সেটি অন্য কেউ তাঁকে দেখায় তবেই দেখেন তিনি।” সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন পঙ্কজ। তাঁর বাবা-মাও সাধারণ। হালফিলে ওটিটির রাজা পঙ্কজ। কিন্তু বাবা চিরকালই ছিলেন মাটির মানুষ। বাবাকে হারিয়ে ভেঙে পড়েছেন অভিনেতা।