তাঁর বিয়ে নিয়ে কম আলোচনা হয়নি। স্বামী অন্য ধর্মাবলম্বী হওয়ায় পড়তে হয়েছিল কটাক্ষের মুখে, হয়েছিল বিস্তর সমালোচনা। তবে দেবলীনা ভট্টাচার্য নিজের সিদ্ধান্তে ছিলেন অনড়। বিয়ের পর প্রথম জন্মদিন, স্বামী শানওয়াজই তাঁকে দিলেন সারপ্রাইজ। যা পেয়ে আনন্দে আত্মহারা তিনি। শেয়ার করেছেন একগুচ্ছ ছবি। সেই ছবিতেই দেখা যাচ্ছে, সারা ঘর বেলুন দিয়ে সাজিয়েছেন শানওয়াজ। এখানেই কি শেষ নাকি? সাদা-গোলাপি থিম বেছেছিলেন স্ত্রীর জন্য। আনা হয়েছিল মস্ত বড় কেক। সেই ছবিই শেয়ার করেছিলেন সামাজিক মাধ্যমে। লিখেছিলেন, “ওহ মাই গড। সবাই কেমন আছ? আমার জীবনের সবচেয়ে খুশির দিন, আমার জন্মদিন”। একগাল হেসে, আদরে-চুম্বনে মাখা ছবিই বলে দিয়েছিল কতটা খুশি তিনি।
গত বছরের শেষের দিকে বিয়ে করেছিলেন দেবলীনা। স্বামী শানওয়াজ তাঁর জিম ট্রেনার। বিয়ের পর নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাঁকে। শানওয়াজকে নিয়ে রটেছিল একের পর এক রটনা। এমনকি এও রটে, শানওয়াজের সন্তানের গর্ভে আসার কারণেই নাকি তড়িঘড়ি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন দেবলীনা। এখানেই শেষ নয়, জনৈক ইনস্টাগ্রাম ব্যবহারকারী তাঁকে প্রশ্ন করে বসেন, “তাঁর ও শানওয়াজের সন্তানের পরিচয় কী হবে? সে কি হিন্দু হবে? নাকি মুসলিম? উত্তর দিয়েছিলেন দেবলীনা। তিনি বলেন, “যদি এতটাই বাচ্চা ভাল বেসে থাকেন তবে কোনও অনাথআশ্রম গিয়ে কাউকে দত্তক নিন। তারপর না হয় তাঁদের ধর্ম কী, সে বিষয়ে মতামত দেবেন। অনেক তো অনাথআশ্রম রয়েছে। আমার স্বামী, আমার সন্তান, আমার ধর্ম, তুমি কে হে?” প্রথম থেকেই শানওয়াজের পাশেই ছিলেন দেবলীনা। আজও আছেন। শানওয়াজও তাঁকে আগলে রাখেন প্রতিনিয়ত, অন্তত ছবিগুলি সে আভাসই দেয়।