Mahalaya 2023: পুজো এল বলে, কোয়েল-দিতিপ্রিয়া-কৌশানী— কোন চ্যানেলে কে দুর্গা হচ্ছেন জানেন?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 17, 2023 | 5:16 PM

Mahalaya 2023: আপনার প্রিয় নায়িকাদের মধ্যেই কেউ কেউ ভোর পাঁচটায় মহিষাসুরমর্দিনী রূপে আবির্ভূত হন চ্যানেলে চ্যানেলে। কে সাজবেন দুর্গা, কে হবেন অসুর, তা নিয়ে জল্পনা চলতেই থাকে। এ বছরেও তাঁর ব্যতিক্রম হয়নি।

Mahalaya 2023: পুজো এল বলে, কোয়েল-দিতিপ্রিয়া-কৌশানী--- কোন চ্যানেলে কে দুর্গা হচ্ছেন জানেন?
কোন চ্যানেলে কে দুর্গা হচ্ছেন জানেন?

Follow Us

পুজোর আর মাস দুয়েক বাকি। পঞ্জিকা বলছে, এ বছর মহালয়া ১৪ অক্টোবর পড়েছে। ওই দিন সকাল বেলা রেডিয়োর ‘মহিষাসুরমর্দিনী’ শোনার পর আপনার চোখও নিশ্চয়ই চলে যায় টিভির পর্দায়। আপনার প্রিয় নায়িকাদের মধ্যেই কেউ কেউ ভোর পাঁচটায় মহিষাসুরমর্দিনী রূপে আবির্ভূত হন চ্যানেলে চ্যানেলে। কে সাজবেন দুর্গা, কে হবেন অসুর, তা নিয়ে জল্পনা চলতেই থাকে। এ বছরেও তাঁর ব্যতিক্রম হয়নি। ইতিমধ্যেই চ্যানেলগুলোতে প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে নায়িকাদের নাম। যদিও তাঁরা এ ব্যাপারে স্পিক্টি নট। তবে ওই যে কথা কি আর চাপা থাকে?

শোনা যাচ্ছে, এ বছর তিন তিনটি চ্যানেল অর্থাৎ স্টার জলসা, জি বাংলা ও কালারস বাংলার জন্য ইতিমধ্যেই বেছে নেওয়া হয়েছে মা দুর্গা। যদিও অফিসিয়ালি কিছু জানানো হয়নি। শেষ মুহূর্ত পর্যন্ত সব ঠিক থাকলে কে থাকবেন কোন চ্যানেলে, রইল সেই তালিকাই…

কোয়েল মল্লিক– এর আগে বহুবার মা দুর্গা রূপে দেখা গিয়েছে কোয়েল মল্লিককে। তবে বিভিন্ন বছরে চ্যানেল বদলে গিয়েছে। তবে সূত্র বলছে, এবারে তিনি আবার হাজির হবেন চিন্ময়ী রূপে। তাঁকে দেখা যাবে স্টার জলসায়, সূত্র জানান দিচ্ছে এমনটাই।

দিতিপ্রিয়া রায়– ছোট পর্দা থেকে উত্থান হলেও এই মুহূর্তে ছোট পর্দায় দিতিপ্রিয়া ফিরতে চান না বলেই খবর। তবে দুর্গা রূপে তাঁকে টিভিতে দেখা যাবে আবারও। সব ঠিক থাকলে মহালয়ার দিন তাঁর আগমন হবে জি-বাংলায়। শোনা যাচ্ছে, ওই চ্যানেলে শিবের ভূমিকায় দেখা যাবে অভিষেক বসুকে।

কৌশানী মুখোপাধ্যায়– এই মুহূর্তে ‘আবার প্রলয়’ সিরিজে কৌশানীর অভিনয় নিয়ে চলছে বিস্তর আলোচনা। অনেকেই বলছেন তিনি নাকি তাক লাগিয়ে দিয়েছেন। সূত্র জানাচ্ছে, তাঁর কাছে অফার গিয়েছে কালারস বাংলার। মহালয়ার দিন তিনি সকালে টিভিতে হাজির হন কিনা, এখন সেটাই দেখার বিষয়।

Next Article