বিগত এক সপ্তাহ ধরে আলোচনার কেন্দ্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয়েছে স্নাতক স্তরের প্রথম বর্ষের এক পড়ুয়ার। কেন মৃত্যু, কীভাবে মৃত্যু, ঝাঁপ দিয়ে আত্মহত্যা? ঠেলে ফেলে দেওয়ায় মৃত্যু? র্যাগিংয়ের কারণেই মৃত্যু? সেই নিয়েই আপাতত তোলপাড় গোটা রাজ্য। ঘটনায় গ্রেফতার ৩। পুলিশি নজরে রয়েছে আরও বেশ কিছু নাম। এরই মধ্যে শুরু হয়েছে রাজনীতির কাদা ছোড়াছুড়িও। এ সবের মধ্যেই যখন চারিদিকে প্রতিবাদ সভা-বিক্ষোভ, তখন যাদবপুর কাণ্ড নিয়ে মুখ খুললেন ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী পায়েল সরকার। কী বললেন তিনি?
টিভিনাইন বাংলাকে পায়েল বলেন, “আগের যাদবপুরের যে একটা পজেটিভ ভাইব ছিল, সেটা আমি মিস করি। আমি নিজের একটা ছবির প্রচারে গিয়েছিলাম ওখানে। কিন্তু কোথাও গিয়ে যেন ওই ইতিবাচক ব্যাপারটা হারিয়ে গিয়েছে। আমার জন্য এটা খুবই হ্রদয়বিদারক স্কুল থেকে যখন কলেজ নিয়ে যাই তখন অনেক স্বপ্ন নিয়ে আমরা সেখানে যাই।ওর বাবা-মা’কে সান্ত্বনা দেওয়ার কোনও ভাষা আমাদের নেই।” তিনিও কি পড়েছিলেন র্যাগিংয়ের মুখে? পায়েল যোগ করেন, “আমার বা আমার বন্ধুদের কাউকে কোনওদিন কোনও জোর করা হয়নি। ওই জায়গাটা আমাদের কাছে ছিল এক মুক্ত বাতাস। সেখানে দাঁড়িয়ে যা হয়েছে তা ভীষণই দুঃখজনক।” প্রসঙ্গত, ওই ছাত্রের মৃত্যুতে ইতিমধ্যেই ৩০২ ধারায় পুলিশ তদন্ত শুরু করেছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে তারা।