Sreelekha Mitra: ‘…প্রবাদ আছে শক্তের ভক্ত নরমের যম’, যাদবপুর কাণ্ডে সরব শ্রীলেখা

TV9 Bangla Digital | Edited By: Jayita Chandra

Aug 18, 2023 | 6:05 PM

Gossip: ঠিক ভুলের বিচার ছেড়ে যিনি সবহার আগে এক মায়ের যন্ত্রণার কথা তুলে ধরলেন। যাঁর কাছে এই মুহূর্তে সব যুক্তিই অর্থহীন। সোশ্যাল মিডিয়ায় এই প্রসঙ্গে ঠিক কী লিখেন শ্রীলেখা? 

Sreelekha Mitra: ...প্রবাদ আছে শক্তের ভক্ত নরমের যম, যাদবপুর কাণ্ডে সরব শ্রীলেখা

Follow Us

যাদবপুরে প্রথমবর্ষের ছাত্রের মৃত্যুতে তোলপাড় রাজ্য-রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এই মৃত্যু নিয়ে তর্জা, ছাত্র আন্দোলন, যাদবপুরের বিরুদ্ধে সরব হচ্ছেন সকলেই। সরগরম গোটা বাংলা। এমন সময় চুপ থাকলেন না অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নিন্দা, ঠিক ভুলের বিচার ছেড়ে যিনি সবহার আগে এক মায়ের যন্ত্রণার কথা তুলে ধরলেন। যাঁর কাছে এই মুহূর্তে সব যুক্তিই অর্থহীন। সোশ্যাল মিডিয়ায় এই প্রসঙ্গে ঠিক কী লিখেন শ্রীলেখা?
”বাংলায় একটা প্রবাদ আছে শক্তের ভক্ত নরমের যম। এটা মাথায় এল যাদবপুর ইউনিভার্সিটি প্রসঙ্গে। যাদবপুর ইউনিভার্সিটি-তে এসে এই মানুষগুলো খারাপ হয়েছে এ বিশ্বাস আমি করি না। একটু গভীরভাবে ভাবতে শিখুন, মানুষের বেড়ে ওঠা, তাঁর পারিপার্শ্বিক তাঁর পূর্ব কোনও অভিজ্ঞতা আরও অনেক কিছু থাকতে পারে। মানুষ আসলেই ঈশ্বর বা প্রকৃতির সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। জঙ্গলে বাঘ সিংহ শিকার করে তাঁর ক্ষুধা নিবৃত্ত করার জন্য, মানুষ সজ্ঞানে রেপ করে খুন করে ব়্যাগিং করে…. আরও কত কিছুই করে। যাদবপুর ইউনিভার্সিটি থেকে পাশ করে অনেক গুণী ছাত্র-ছাত্রী সমাজে প্রতিষ্ঠা পেয়েছে।
জানি আমার এই পোস্টটার সঙ্গে অনেকেই একমত হবেন না। নাই হতে পারেন, মোদ্দা কথা হল ক্ষমতা এবং তার অপব্যবহার। রাজনীতি আপনার বাড়ির রান্নাঘরেও হয়, মানুষ যতদিন বাঁচবে ক্ষমতার লড়াই চলবে। যার সন্তান গেছে তাঁর কাছে কোনও যুক্তিই কার্যকরী নয়। এটা কোনও সাধারণ ইস্যু নয়, এটা পাওয়ার গেম। যা পলিটিক্যাল পার্টিরা এই মুহূর্তে ব্যবহার করছে। অনেক প্রশ্ন আছে অনেক ফ্রাস্ট্রেশন জমছে, কিন্তু তার টার্গেট শুধুমাত্র একটা প্রতিষ্ঠান হতে পারে না। সময়টা বড় গোলমেলে সবাই সাবধানে থাকুন, সাবধানে রাখুন। অন্যায় দেখলে নিশ্চয়ই প্রতিবাদ করুন, কিন্তু সেটা বুঝে করুন। প্রত্যেকের একটা সাইকোলজিক্যাল এভালুয়েশন-এর প্রয়োজন, স্কুল, কলেজ,কর্মস্থান সব ক্ষেত্রে।”
Next Article