ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। শনিবার রাত বাড়তেই এ কথা নিজেই জানিয়েছেন পরিচালক। খানিক হেঁয়ালি, নিজের ছবির গানের কথা, শ্রীজাতর লিরিক্সকে মিশিয়ে ডেঙ্গু হওয়ার খবর জানিয়ে সৃজিত লেখেন, “জল রাস্তায় হয় ডেঙ্গু আর কমে যায় তাই প্লেটলেট।” এর পরেই সমাজমাধ্যমে বন্ধুরা খোঁজ খবর নিতে শুরু করেন তাঁর। অপর্ণা সেন যেমন লেখেন, “আমারও ডেঙ্গু হয়েছিল, জানি এর প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে। নার্সিংহোমে ভর্তি হয়েছ?”
এই প্রশ্নের উত্তরেই শ্রীজাত লেখেন, “ওকে কোনও নার্সিংহোম নেয় না। অত বিরক্তি কে সহ্য করবে?” সৃজিতও ছেড়ে দেওয়ার পাত্র নন। পাল্টা তিনি লেখেন, “তারপর যদি শোনে কার লিরিক্স কোট করে খবর দিয়েছি, পাড়াতেই ঢুকতে দেবে না। পুলিশও পাঠাতে পারে।” শ্রীজাতও কি থেমে থাকেন? পাল্টা লেখেন, “স্বাভাবিক। ক্লাসিকের অবমাননা বাঙালি মেনে নেয় না”।
প্রসঙ্গত, সৃজিতের প্রথম ছবি ‘অটোগ্রাফ’। ওই ছবিরই জনপ্রিয় গান ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’। সুর দিয়েছিলেন দেবজ্যোতি মিশ্র, লিখেছিলেন শ্রীজাত। ওই গানকেই খানিক বদলে দিয়ে লিখেছিলেন, “জল রাস্তায় হয় ডেঙ্গু আর কমে যায় তাই প্লেটলেট”– হাজার হোক চর্চিত পরিচালক বলে কথা। প্রসঙ্গত, সৃজিত জানিয়েছেন, এখনও তিনি হাসপাতালে ভর্তি হননি। প্লেটলেট যদি কমতে থাকে, তবেই হাসপাতাল মুখো যে হতে হবে, সে কথা জানিয়ে রেখেছেন পরিচালক। কিছু দিন ধরেই শরীরটা ভাল যাচ্ছিল না তাঁর। হয়েছিল জ্বর। প্রথমটায় ভাইরাল ফিভার বলে মনে করলেও, পরে জানা যায় ডেঙ্গু হয়েছে তাঁর। চিকিৎসকের পরামর্শ মতো আপাতত বিশ্রামে রয়েছেন তিনি।