নয়া দিল্লি: বিভিন্ন দুর্নীতির তদন্তে আরও গতি আনতে এবং প্রতিটি সংস্থার মধ্যে সমন্বয় সাধন করতে এবার বিশেষ পদক্ষেপ করল কেন্দ্র। ED, CBI-এর মতো বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে এক ছাতার তলায় নিয়ে আসা হল। তৈরি করা হল নতুন পদ, মুখ্য তদন্তকারী আধিকারিক (CIO)। এই আধিকারিকের অধীনেই থাকবে ইডি, সিবিআই। মূলত, গোয়েন্দা সংস্থাগুলির মধ্যে সমন্বয় সাধন করতে এবং স্বচ্ছতা বজায় রাখতেই এই বিশেষ পদ সৃষ্টি করল কেন্দ্রীয় সরকার। অর্থাৎ সেনা, বায়ুসেনা ও নৌ-সেনাবাহিনীকে যেভাবে এক ছাতার তলায় আনতে চিফ ডিফেন্স স্টাফ (CDO) নিয়োগ করা হয়েছিল, তেমনই চিফ ইনভেস্টিগেশন অফিসার (CIO) বা মুখ্য তদন্তকারী আধিকারিক পদ সৃষ্টি করা হল। শুধু পদ সৃষ্টি নয়, CIO পদে প্রথম কে আসীন হবেন, তাও ঘোষণা করেছে কেন্দ্র।
সূত্রের খবর, আগামী ১৫ সেপ্টেম্বরের পর CIO পদ সৃষ্টির কাজ সম্পূর্ণ হবে। তারপর প্রথম CIO হিসাবে এই পদে আসীন হবেন বর্তমান ইডি অধিকর্তা সঞ্জয় কুমার মিশ্র। ইডি প্রধান হিসাবে সঞ্জয় কুমারের মেয়াদ শেষ হবে আগামী ১৫ সেপ্টেম্বর। তারপরই তিনি CIO হিসাবে দায়িত্বভার গ্রহণ করবেন।
ইডি মূলত কাজ করে অর্থমন্ত্রকের অধীনে। আর সিবিআই কাজ করে কর্মীবর্গ মন্ত্রকের অধীনে। এবার CIO পদ সৃষ্টি হলে তিনি কেবল দুই গোয়েন্দা সংস্থা নয়, অর্থমন্ত্রক ও কর্মীবর্গ মন্ত্রকের সঙ্গেও সমন্বয় সাধন করবেন। এবং সম্পূর্ণ রিপোর্ট প্রধানমন্ত্রীর দফতরে দেবেন। ফলে গোয়েন্দা সংস্থার কাজের মধ্যে সমন্বয় সাধন সহজ হবে এবং সমস্ত বিষয়টি প্রধানমন্ত্রী নখদর্পণে থাকবে বলে সরকারি সূত্রের খবর।
প্রসঙ্গত, ২০১৮ সালে ইডি অধিকর্তা হিসাবে সঞ্জয় কুমার মিশ্রকে ২ বছরের জন্য নিযুক্ত করা হয়। ২০২০ সালে অবসর গ্রহণের কয়েকদিন আগে তাঁর মেয়াদ আরও ২ বছর বাড়ানো হয়। এরপর ২০২২ সালের নভেম্বরে ফের সঞ্জয় কুমারের মেয়াদ ১ বছর বৃদ্ধি করে কেন্দ্র। যার বিরুদ্ধে সরব হন বিরোধীরা। তাঁরা সুপ্রিম কোর্টেও যান। এরপর সঞ্জয় কুমারের মেয়াদ বৃদ্ধি বেআইনি তকমা দিয়ে তাঁর ইডি পদে থাকার সময়সীমা বেঁধে দেয় সুপ্রিম কোর্ট। কেন্দ্রের আবেদনের ভিত্তিতেই চলমান তদন্তগুলির স্বার্থে সঞ্জয় কুমারের মেয়াদ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বেঁধে দেওয়া হয়। তার প্রেক্ষিতেই এবার CIO পদ সৃষ্টি করে সেখানে সঞ্জয় কুমারকে আসীন করা হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এর ফলে তদন্তরকারী সংস্থার সঙ্গে সরকারি পদেই থাকতে পারবেন সঞ্জয় কুমার মিশ্র।