Chandrayaan-3: পিছিয়ে যেতে পারে চন্দ্রযান-৩-র সফট ল্যান্ডিংয়ের দিন, জানাল ইসরো

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Aug 22, 2023 | 12:28 PM

ISRO: ২৩ অগস্ট সন্ধ্যা ৬টা ৪ মিনিট নাগাদ চাঁদে অবতরণের কথা রয়েছে চন্দ্রযান-৩-র। সেটি বিভিন্ন প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারিত করবে ইসরো। বিকাল ৫টা ২৭ মিনিট থেকেই চন্দ্রযান-৩-র অবতরণ প্রক্রিয়া এবং অবতরণ সরাসরি দেখা যাবে।

Chandrayaan-3: পিছিয়ে যেতে পারে চন্দ্রযান-৩-র সফট ল্যান্ডিংয়ের দিন, জানাল ইসরো
চাঁদের কক্ষপথে চন্দ্রযান-৩।
Image Credit source: ISRO

Follow Us

বেঙ্গালুরু: প্রথম দুটি মিশন সফল হয়নি। চন্দ্রযান-২ -এর ল্যান্ডফল তো একেবারে তীরে এসে তরী ডোবার সামিল হয়েছে। এবার রাশিয়ার চন্দ্রযান, ‘লুনা’-র একই অবস্থা হয়েছে। তাই এবার তাড়াহুড়ো করতে নারাজ ISRO। প্রয়োজনে ‘চন্দ্রযান-৩’ -র ল্যান্ডিং আরও কয়েকদিন পিছিয়ে দেওয়ারও ভাবনা-চিন্তা করছেন ইসরোর বিজ্ঞানীরা। প্রয়োজনে ২৭ অগস্ট ল্যান্ডিং করানো যেতে পারে বলে ইসরোর তরফে জানানো হয়েছে। অর্থাৎ দু-চারদিন দেরিতে হলেও চন্দ্রযান-৩ (Chandrayaan-3) -র সফল ল্যান্ডিং করাতে মরিয়া ইসরো।

ইসরো সূত্রে খবর, ২৩ অগস্ট, বুধবার চন্দ্রযান-৩ -র চাঁদে অবতরণের কথা রয়েছে। কিন্তু, ল্যান্ডার মডিউলের পরিস্থিতি এবং চাঁদের অবস্থান দেখে প্রয়োজনে চন্দ্রযানের অবতরণ সেদিন স্থগিত করা হতে পারে। এব্যাপারে ইতিমধ্যে বিবৃতি দিয়েছেন ইসরো-র আহমেদাবাদ কেন্দ্রের ডিরেক্টর নীলেশ এম দেশাই। তিনি বলেন, “২৩ অগস্ট চন্দ্রযান-৩ -র চাঁদে অবতরণের কথা রয়েছে। তবে সেটাই চাঁদের মাটিতে অবতরণের সঠিক সময় কিনা তা ল্যান্ডার মডিউলের পরিস্থিতি এবং চাঁদের অবস্থা দেখেই আমরা সিদ্ধান্ত নেব। যদি কোনও সমস্যা মনে হয় তাহলে আমরা ২৭ অগস্ট মডিউলের চাঁদে অবতরণ করাতে পারি।” তবে কোনও সমস্যা হওয়ার কথা নয় এবং ২৩ অগস্টই চন্দ্রযান-৩ চাঁদের মাটিতে অবতরণ করাতে সক্ষম হবেন বলেও আশাবাদী ইসরো অধিকর্তা।

চন্দ্রযান-৩ -র চাঁদে অবতরণের দিন নিয়ে সোমবারই ইসরোর চেয়ারম্যান এস সোমনাথের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। চন্দ্রযান-৩ -র প্রকৃত অবস্থা সম্পর্কে বিস্তারিত কেন্দ্রীয় মন্ত্রীকে জানান ইসরোর চেয়ারম্যান। আগামী ২৩ অগস্ট চন্দ্রযান-৩ -র চাঁদে অবতরণের সম্ভাবনা নিয়ে ইসরোর প্রশংসাও করেন কেন্দ্রীয় মন্ত্রী। চন্দ্রযান-৩ -র সফট ল্যান্ডিং হবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এক ইতিহাস গড়বে বলে আশাবাদী জিতেন্দ্র সিং।

প্রসঙ্গত, ২৩ অগস্ট সন্ধ্যা ৬টা ৪ মিনিট নাগাদ চাঁদে অবতরণের কথা রয়েছে চন্দ্রযান-৩-র। সেটি বিভিন্ন প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারিত করবে ইসরো। বিকাল ৫টা ২৭ মিনিট থেকেই ইসরো ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ফেসবুক এবং ডিডি ন্যাশনাল টিভি-তে চন্দ্রযান-৩-র অবতরণ প্রক্রিয়া এবং অবতরণ সরাসরি দেখা যাবে।

Next Article