নয়া দিল্লি: চার বছর আগে চাঁদে গিয়েছিল চন্দ্রযান-২। তবে সেই অভিযান সফল হয়নি। চাঁদের বুকে সফট ল্যান্ডিংয়ের আগেই গতির উপরে নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়েছিল চন্দ্রযান-২ এর ল্যান্ডার। ২০১৯ সালের সেই ব্যর্থতার পর ২০২৩-এ এসে সাফল্যের মুখ দেখল ইসরো। গতবারের ভুল থেকে শিক্ষা নিয়েই তৈরি এবারের চন্দ্রযান-৩ -এর ল্যান্ডার বিক্রম নিরাপদভাবেই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। এবার চন্দ্রযান-২ এর ক্যামেরায় ধরা দিল চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। ইসরোর তরফে এই ছবি পোস্ট করা হয়েছে।
চন্দ্রযান-২ এর ল্যান্ডার আছড়ে পড়লেও, অক্ষত ছিল তার অরবিটার। চন্দ্রযান-২ এর অরবিটারের ক্যামেরা ল্যান্ডার বিক্রমের ছবি তুলে পাঠিয়েছে। এক কথায় বলতে গেলে, পূর্বসূরির ক্যামেরায় ধরা দিল বর্তমান। ইসরোর তরফে এক্সে (টুইটার) পোস্ট করে জানানো হয়েছে, চাঁদে সবথেকে সেরা ক্যামেরা ভারতের চন্দ্রযান-২ এর অরবিটারের হাই রেজেলিউশন ক্য়ামেরাই।
Chandrayaan-3 Mission update :
I spy you! 🙂
Chandrayaan-2 Orbiter
📸photoshoots
Chandrayaan-3 Lander!Chandrayaan-2’s
Orbiter High-Resolution Camera (OHRC),
— the camera with the best resolution anyone currently has around the moon 🌖–
spots Chandrayaan-3 Lander
after the… pic.twitter.com/tIF0Hd6G0i— LVM3-M4/CHANDRAYAAN-3 MISSION (@chandrayaan_3) August 25, 2023
ইসরোর তরফে যে ছবিটি পোস্ট করা হয়েছে, তাতে দেখা গিয়েছে, চাঁদের মাটিতে দাঁড়িয়ে রয়েছে ল্যান্ডার বিক্রম। আগের দিনের সঙ্গে বর্তমানে ল্যান্ডারের অবস্থানের পার্থক্য বোঝাতে বুধবার দুপুরের আর বুধবার রাতের দুটো ছবি প্রকাশ করে ইসরো। দুটি ছবিই চন্দ্রপৃষ্ঠের এক জায়গার। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে, চারদিকে গর্তের মধ্যে, মোটামুটি সমতল একটা জায়গা খুঁজে নিয়ে ল্য়ান্ডার বিক্রম দাঁড়িয়ে রয়েছে চাঁদের মাটিতে। তার ছায়াও ধরা ছবিতে।
যদিও, ইসরোর মূল হ্যান্ডেল থেকে এই পোস্টটি সরিয়ে দেওয়া হয়েছে। যদিও চন্দ্রযান ৩-এর হ্যান্ডেলে পোস্টটি আছে।