Delhi Rain: রাস্তা না সমুদ্র বোঝা দায়! জমা জল, যানজটে প্রাণ ওষ্ঠাগত দিল্লিবাসীর, জারি বন্যার সতর্কতাও

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 10, 2023 | 9:53 AM

Weather Forecast: দিল্লির সবজি মান্ডি এলাকায় এক যুবতীর উপরে পার্শ্ববর্তী পশু হাসপাতালের দেওয়াল ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবতীর। রোহিনীতেও ৪৯ বছর বয়সী এক অটোচালকের মৃত্যু হয় তাঁর গাড়ির উপরে গাছ ভেঙে পড়ায়।

Delhi Rain: রাস্তা না সমুদ্র বোঝা দায়! জমা জল, যানজটে প্রাণ ওষ্ঠাগত দিল্লিবাসীর, জারি বন্যার সতর্কতাও
জলমগ্ন দিল্লি।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানীর জনজীবন। লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন দিল্লি। ভাসছে পার্শ্ববর্তী রাজ্যগুলিও। টানা ভারী বৃষ্টিতে কার্যত থমকে গিয়েছে রাজধানীর ব্যস্ত জীবন। হাঁটু বা কোমর সমান জল পেরিয়ে কোথাও পৌঁছনো কার্যত অসম্ভব হয়ে উঠেছে। এর মধ্য়েই আরও ভয়ের খবর শোনাল আবহাওয়া দফতর। মৌসম ভবনের তরফে জানানো হল, আজ দিনভর আরও ভারী বৃষ্টিপাত হবে দিল্লি ও পার্শ্ববর্তী রাজ্যগুলিতে। ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সপ্তাহভর আবহাওয়া একই থাকবে বলেই জানানো হয়েছে।

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। একদিনেই ১৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর আগে রবিবারই বিগত ৪১ বছরের রেকর্ড ভেঙেছে। ১৯৮২ সালের পর কোনও জুলাই মাসে এত বৃষ্টি হয়নি দিল্লিতে। লাগাতার বৃষ্টির জেরে লাজপত নগর, সোম বাজার, নজফগড়, ময়ূরবিহার, ওখলা মার্গ, মডেল টাউন সম্পূর্ণ জলমগ্ন হয়ে গিয়েছে। শহরের একাধিক রাস্তাতেই হাঁটু সমান জল। সেই জল ঠেলেই চলছে বাস, গাড়ি, বাইক।

এদিকে, ভারী বৃষ্টিতে মৃত্যুও হয়েছে। দিল্লির সবজি মান্ডি এলাকায় এক যুবতীর উপরে পার্শ্ববর্তী পশু হাসপাতালের দেওয়াল ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবতীর। রোহিনীতেও ৪৯ বছর বয়সী এক অটোচালকের মৃত্যু হয় তাঁর গাড়ির উপরে গাছ ভেঙে পড়ায়। গুরুতর আহত অবস্থায় ওই অটোচালককে উদ্ধার করা হলেও, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এছাড়াও বিক্ষিপ্ত ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। দিল্লি ফায়ার সার্ভিসের তরফে জানানো হয়েছে, ১৩টি বাড়ি ভেঙে পড়ার খবর মিলেছে।

দিল্লির পার্শ্ববর্তী রাজ্য হরিয়ানাও ভারী বৃষ্টিতে ভাসছে। বন্যা রুখতে সেখানের হাথনিকুণ্ড ব্যারেজ থেকে ১ লক্ষ কিউসেক জল ছাড়া হয় রবিবার। এদিকে, হরিয়ানা জল ছাড়ার পরই দিল্লি সরকারের তরফে বন্যার সতর্কতা জারি করা হয়েছে।

Next Article