Independence Day: স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালীন মঞ্চে পড়ে গেলেন স্পিকার ও স্বাস্থ্যমন্ত্রী, কী হল তাঁদের?

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Aug 15, 2023 | 3:00 PM

Madhya Pradesh: পতাকা উত্তোলনের পর সবেমাত্র প্যারেড শুরু হয়েছে। সেই সময় হঠাৎ করেই চেয়ারে বসে থাকাকালীন মঞ্চের মধ্যে পড়ে যান স্বাস্থ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গে অনুষ্ঠান বন্ধ করে ওই মঞ্চে উপস্থিত আধিকারিকেরা স্বাস্থ্যমন্ত্রীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

Independence Day:  স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালীন মঞ্চে পড়ে গেলেন স্পিকার ও স্বাস্থ্যমন্ত্রী, কী হল তাঁদের?
মঞ্চে পড়ে গেলেন মধ্যপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী।

Follow Us

ভোপাল: দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতার অমৃত মহোৎসব। মধ্যপ্রদেশের সেই অনুষ্ঠান চলার সময়ই ঘটে গেল বিঘ্ন। মধ্যপ্রদেশ (Madhya Pradesh) সরকারের তরফে আয়োজিত ৭৭ তম স্বাধীনতা দিবসের (Independence Day) দুটি পৃথক অনুষ্ঠানে মঞ্চের মধ্যেই হঠাৎ করে পড়ে গেলেন বিধানসভার স্পিকার এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। দুজনেই স্বাধীনতা দিবসের চলাকালীন অসুস্থ হয়ে পড়ে যান বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

জানা গিয়েছে, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালীন মঞ্চের মধ্যে বিধানসভার স্পিকার গিরীশ গৌতমের পড়ে যাওয়ার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মউগঞ্জে। আর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডা. প্রভুরাম চৌধুরীর পড়ে যাওয়ার ঘটনাটি ঘটেছে রাইসেন এলাকায়। দুজনেই বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মউগঞ্জে স্থানীয় প্রশাসনের তরফে আয়োজিত ৭৭ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পিকার গিরীশ গৌতম। পতাকা উত্তোলনের পর মঞ্চে দাঁড়িয়ে তিনি বক্তৃতা দিচ্ছিলেন। সেই সময়ই তিনি শারীরিক অসুস্থতা বোধ করেন এবং বক্তৃতার মাঝেই পড়ে যান। সঙ্গে সঙ্গেই ওই মঞ্চে উপস্থিত অন্যান্য নেতা-মন্ত্রী ও নিরাপত্তারক্ষীরা স্পিকার গিরীশ গৌতমকে ধরে তোলেন এবং চিকিৎসক ডাকা হয়। আপাতত তাঁর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল বলে জানা গিয়েছে। হঠাৎ করে কেন তিনি অসুস্থ হয়ে পড়লেন তা এখনও স্পষ্ট নয়। তবে তাঁর চিকিৎসা চলছিল বলে জানিয়েছেন স্পিকার স্বয়ং।

অন্যদিকে, রাইসেনে স্থানীয় প্রশাসনের তরফে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডা. প্রভুরাম চৌধুরী। পতাকা উত্তোলনের পর সবেমাত্র প্যারেড শুরু হয়েছে। সেই সময় হঠাৎ করেই চেয়ারে বসে থাকাকালীন মঞ্চের মধ্যে পড়ে যান স্বাস্থ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গে অনুষ্ঠান বন্ধ করে ওই মঞ্চে উপস্থিত আধিকারিকেরা স্বাস্থ্যমন্ত্রীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। হঠাৎ কেন স্বাস্থ্যমন্ত্রী পড়ে গেলেন, তা জানতে মন্ত্রীর শারীরিক পরীক্ষা করা হচ্ছে বলে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন।

প্রসঙ্গত, এবছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নিয়ে বিশেষভাবে উল্লসিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. প্রভুরাম চৌধুরী। রায়সেন এলাকায় হর ঘর তেরঙা কর্মসূচির উপর বিশেষ জোর দেন মন্ত্রী। সোমবার স্থানীয় স্কুলের পড়ুয়া, পুলিশ ও প্রশাসনিক কর্মী-আধিকারিক-সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি মিছিলও করেছিলেন মন্ত্রী।

Next Article