অপেক্ষার অবসান। ত্রিপুরার পাশাপাশি আজ, বৃহস্পতিবার ফল প্রকাশ হবে মেঘালয় ও নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচনের (Meghalaya & Nagaland Assembly Election 2023)। গত ২৭ ফেব্রুয়ারি উত্তর-পূর্বের এই দুই রাজ্যে নির্বাচন হয়। দুই রাজ্যেই মোট বিধানসভা আসনের সংখ্যা ৬০। তবে ভোট গ্রহণ হয়েছে ৫৯টি আসনে, কারণ একদিকে, নাগাল্যান্ডে আকুলুটো কেন্দ্রের বিজেপি প্রার্থী কাজ়হেটো কিনিমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়ী হয়েছেন। অন্যদিকে, মেঘালয়ের এক প্রার্থী মারা যাওয়ায় সেখানে নির্বাচন হয়নি। নাগাল্যান্ডে মোট ভোটের হার ছিল ৮২ শতাংশের বেশি। মেঘালয়ে ভোট পড়েছিল ৮৫ শতাংশের বেশি। এবার এই দুই রাজ্যে আগামী ৫ বছরের জন্য কোন দল ক্ষমতায় আসে, তাই-ই এখন দেখার।
সামনে এল নাগাল্যান্ড বিধানসভার ৬০ আসনের সম্পূর্ণ ফল
বিজেপি – ১২
নির্দল – ৪
জনতা দল (ইউনাইটেড) ১
লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) ২
নাগা পিপলস ফ্রন্ট ২
ন্যাশনাল পিপলস পার্টি ৫
এনসিপি ৭
এনডিপিপি ২৫
রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (অটওয়ালে) ২
সামনে এল মেঘালয় বিধানসভার ৫৯ আসনের ফল (একটি আসনে ভোট হয়নি) –
ন্যাশনাল পিপলস পার্টি – ২৬
ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি – ১১
তৃণমূল কংগ্রেস – ৫
জাতীয় কংগ্রেস – ৫
বিজেপি – ২
হিল স্টেট পিপলস ডেমোক্রেটিক পার্টি – ২
পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট – ২
ভয়েস অব পিপল ৪
নির্দল – ২
মেঘালয়ে কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কনরাড সাংমার এনপিপি ২২টি আসন জিতেছে আর ৪টি আসনে এগিয়ে। বিজেপি পেয়েছে ২টি আসন। এই অবস্থায় বৃহস্পতিবার বিকেলে অমিত শাহকে ফোন করে সরকার গঠনে বিজেপির সহায়তা চাইলেন কনরাড সাংমা। এমনটাই জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আরও জানিয়েছেন, জেপি নাড্ডা মেঘালয়ের বিজেপির শাখাকে সরকার গঠনের বিষয়ে এনপিপিকে সহায়তা করার পরামর্শ দিয়েছেন।
মেঘালয়ে বিজেপির ফলাফল ভাল হয়নি। তারপরও মেঘালয়ের জনগনকে ধন্যবাদ জানিয়েছেন অমিত শাহ। টুইট করে তিনি বলেছেন, “বিজেপিকে সমর্থন ও আশীর্বাদের জন্য মেঘালয়ের জনগণকে ধন্যবাদ। মেঘালয়ে বিজেপির পদচিহ্ন প্রসারিত করার জন্য রাজ্যের বিজেপি কর্মীরা যে কঠোর পরিশ্রম করেছেন, তার জন্য আমি তাদের সাধুবাদ জানাই। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর অধীনে জনগণের সেবা এবং তাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ তৈরিতে বিজেপি কোনও প্রচেষ্টা ছাড়বে না।”
নাগাল্যান্ডের ফলাফলের প্রেক্ষিতে টুইট করে অমিত শাহ বললেন, “প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন এনডিএকে পুনরায় ক্ষমতায় নির্বাচিত করে শান্তি ও অগ্রগতির পথ বেছে নেওয়ার জন্য আমি নাগাল্যান্ডের জনগণকে আমার হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী নিফিউ রিও-র যুগলবন্দি রাজ্যে শান্তি ও উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে।
“
মেঘালয় বিধানসভা নির্বাচনে যারা বিজেপিকে সমর্থন করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমরা মেঘালয়ের উন্নয়নের গতিপথ বাড়ানোর জন্য কঠোর পরিশ্রম করে যাব এবং রাজ্যের জনগণের ক্ষমতায়নের দিকে মনোনিবেশ করব। আমি আমাদের দলের কর্মীদেরও কৃতজ্ঞতা জানাই।
নাগাল্যান্ডে সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যা ৩১। ইতিমধ্যেই বিজেপি-এনডিপিপি জোট ৩৫টি আসন জিতে গিয়েছে এবং আরও ২টি আসনে এগিয়ে আছে এনডিপিপি। কাজেই নাগাল্যান্ডে বিজেপির জোট সরকার গঠন নিশ্চিত।
গোমাংস খাওয়া নিয়ে মন্তব্য করে নির্বাচনের আগে চর্চায় এসেছিলেন মেঘালয়ের বিজেপি সভাপতি আর্নেস্ট মারউই। পশ্চিম শিলং আসনে ৪১৪৬ ভোটে পরাজিত হলেন তিনি।
৯০০০ ভোটে জয়ী হলেন নাগাল্যান্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী টিআর জেলিয়াং।
গণনা চলছে, তবে মেঘালয়ের ফল প্রায় স্পষ্ট। তার মধ্যে মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেছেন, “আমাদের ভোট দেওয়ার জন্য রাজ্যের জনগণকে ধন্যবাদ আমরা জানাতে চাই। আমাদের কাছে এখনও কয়েকটি আসন সংখ্যা কম আছে, তাই আমরা চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করছি। চূড়ান্ত ফল কী হয়, তার ভিত্তিতে আমরা পরবর্তী পদক্ষেপ করব।”
উত্তর অঙ্গামি-২ আসন থেকে ১৫,৮২৪ ভোটে জিতলেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও।
নাগাল্যান্ডে এগোচ্ছে বিজেপি। বর্তমানে ২টি আসনে জয়ী হয়েছে বিজেপি। এগিয়ে রয়েছে ১২টি আসনে।
এখনও অবধি মেঘালয়ে জয়ের খাতা খুলতে পারেনি বিজেপি। আপাতত ৩ আসনে এগিয়ে রয়েছে বিজেপি।
নাগাল্যান্ডে এককভাবেও ভাল ফল করছে বিজেপির জোটসঙ্গী এনডিপিপি। ৬টি আসনে জয়ী হয়েছে এনডিপিপি। এগিয়ে রয়েছে ১৯টি আসনে।
মেঘালয়ে অনেকটাই এগিয়ে গেল এনপিপি। ৫টি আসনে জয়ী হয়েছে এনপিপি, এগিয়ে রয়েছে ২১টি আসনে।
মেঘালয়ে খাতা খুলল তৃণমূল কংগ্রেস। ১টি আসনে জয়ী হল তৃণমূল। বর্তমানে ৪টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।
নাগাল্যান্ডের তুয়েনসাং সদর-১ আসন থেকে জয়ী বিজেপি প্রার্থী বাসাংমোংবা চ্যাং। তিনি ৫৬৪৪ ভোটে জয়ী হয়েছেন।
ভোট গণনার শুরুতে পিছিয়ে থাকলেও, বর্তমানে এগিয়ে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তেমজেন আলং।
Nagaland Assembly results: After trailing earlier, BJP state chief Temjen Imna Along now leading
Read @ANI Story | https://t.co/2gHI5Wv1yk#NagalandElections2023 #TemjenImnaAlong #BJP #ElectionResults #Nagaland pic.twitter.com/uEr7OOpPpk
— ANI Digital (@ani_digital) March 2, 2023
কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়ালের দল রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া দুটি আসনে জয়ী হল।
#NagalandAssemblyElections2023 | Union Minister Ramdas Athawale’s Republican Party of India (Athawale) wins two seats
NDPP wins 1 seat, leading on 25 seats, BJP won two seats and leading on 12 seats and Lok Janshakti Party (Ram Vilas) leading on 3 seats.
(file pic) pic.twitter.com/i62wKIXNGd
— ANI (@ANI) March 2, 2023
নাগাল্যান্ডে নির্বাচনের ফল প্রকাশ শুরু হয়ে গিয়েছে। এখনও অবধি এনডিপিপি ১টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ২২টি আসনে। বিজেপি জিতেছে ২টি আসনে এবং এগিয়ে রয়েছে ১১টি আসনে।
#NagalandAssemblyElections2023 | Nationalist Democratic Progressive Party wins 1 seat, leading on 22 seats, BJP won two seats and leading on 11 seats
Republican Party of India (Athawale) wins one seat and leads on one seat. pic.twitter.com/AtSGPWyhIO
— ANI (@ANI) March 2, 2023
নাগাল্যান্ডেও সংখ্যাগরিষ্ঠতা পার করল বিজেপি। বর্তমানে বিজেপি-এনডিপিপি জোট ৩৭টি আসনে এগিয়ে রয়েছে। এনপিপি এগিয়ে রয়েছে ৪টি আসনে। এনপিএফ ও কংগ্রেস ২টি করে আসনে এগিয়ে রয়েছে।
মেঘালয়ে চলছে ভোট গণনা। সেখানে ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে ভোটের ফল। বর্তমানে ২৬টি আসনে এগিয়ে রয়েছে এনপিপি, বিজেপি, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস- তিন দলই এগিয়ে রয়েছে ৫টি আসনে। অন্যান্য দলগুলি মিলিতভাবে ১০টি আসনে এগিয়ে রয়েছে।
মেঘালয়তে চলছে কড়া লড়াই। একদিকে, এনপিপি এগিয়ে রয়েছে ২৪টি আসনে। অন্যদিকে, বিজেপি ও তৃণমূল কংগ্রেস-দুই দলই ৭ আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে রয়েছে ৩ আসনে। অন্যান্য দলগুলি মোট ১০টি আসনে এগিয়ে রয়েছে।
ভোট গণনার শুরুতে মেঘালয়ে অনেকটাই এগিয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে এখন পিছিয়ে পড়ল তৃণমূল। বর্তমানে মাত্র ৭টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।
নাগাল্যান্ডে জয়ের আরও কাছাকাছি বিজেপি জোট। ৬০ আসনের বিধানসভা নির্বাচনে বিজেপি-এনডিপিপি এগিয়ে রয়েছে ৪৩ আসনে। এনপিএফ ৪ আসনে এগিয়ে রয়েছে, ১টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস।
নাগাল্যান্ডে এনডিপিপি ও বিজেপি জোট এগিয়ে রয়েছে ৪৬টি আসনে। এনপিএফ এগিয়ে ৩টি আসনে এবং কংগ্রেস একটি আসনে এগিয়ে।
মেঘালয়ে নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারে তৃণমূল কংগ্রেস। জোর টক্কর চলছে এনপিপি ও তৃণমূলের মধ্যে। একদিকে যেখানে এনপিপি এগিয়ে রয়েছে ১৪টি আসনে, সেখানেই তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১৩টি আসনে।
#MeghalayaElections | Garo National Council’s Nikman Ch Marak leading from the Chokpot assembly seat, as per ECI
As per early trends, TMC leading on 2 seats in #MeghalayaElections pic.twitter.com/wlWMJld9m2
— ANI (@ANI) March 2, 2023
নাগাল্য়ান্ডে আরও এগিয়ে গেল বিজেপি। ৬০ আসনের বিধানসভায় এখনও অবধি ৫০টি আসনে এগিয়ে বিজেপি-এনডিপিপি জোট। এনপিএফ ৬টি আসনে ও কংগ্রেস ২টি আসনে এগিয়ে রয়েছে।
মেঘালয়ে এনপিপি এগিয়ে ১৪টি আসনে, তৃণমূল কংগ্রেস এগিয়ে ১৭টি আসনে। বিজেপি এখনও অবধি ৫টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, অন্যান্য দলগুলি মোট ২৩টি আসনে এগিয়ে রয়েছে।
কংগ্রেসও খাতা খুলল মেঘালয়ে। এখনও অবধি ৬টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস।
নাগাল্যান্ডে বিজেপির জয় প্রায় নিশ্চিত। গণনা শুরুর এক ঘণ্টার মধ্যেই ৫৯টি আসনের মধ্যে ৪৫টি আসনে এগিয়ে বিজোপি জোট।
মেঘালয়ে গণনার শুরুতেই দেখা যাচ্ছে উলটপূরণ। বিজেপিকে টপকে এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। যেখানে বিজেপি ১২টি আসনে এগিয়ে, সেখানেই তৃণমূল কংগ্রেস এগিয়ে ১৪টি আসনে।
নাগাল্যান্ডে এগিয়ে রয়েছে বিজেপি জোট। আপাতত ৪৫টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি-এনডিপিপি জোট। এনপিএফ এগিয়ে ৪টি আসনে, কংগ্রেস ১টি আসনে এগিয়ে রয়েছে।
মেঘালয়ে ১৬ আসনে এগিয়ে এনপিপি। ১৫ আসনে এগিয়ে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। বিজেপি এগিয়ে রয়েছে ৮টি আসনে।
মেঘালয়ে চলছে সমানে-সমানে লড়াই। আপাতত এনপিপি ও বিজেপি দুই দলই ২টি করে আসনে এগিয়ে রয়েছে।
ভোট গণনা শুরু নাগাল্যান্ডে। শুরুতেই এগিয়ে বিজেপি। ৬০ আসনের মধ্যে ২টি আসনে এগিয়ে রয়েছে বিজেপিএনডিপিপি।