নয়া দিল্লি: লাল কেল্লা থেকে দেশের সর্বোচ্চ আদালতের বিশেষ উদ্যোগের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুপ্রিম কোর্টকে এদিন ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠানে দর্শকাসনে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। মোদীর বক্তব্য শুনে দর্শকাসন থেকেই করজোড়ে অভিবাদন জানান তিনি। সম্প্রতি সুপ্রিম কোর্টের একাধিক রায় আঞ্চলিক ভাষায় অনুবাদ করা হয়েছে। সেই উদ্যোগেরই প্রশংসা করেছেন মোদী।
চলতি বছরের প্রজাতন্ত্র দিবসে সুপ্রিম কোর্ট ৯ হাজার ৪২৩টি রায় আঞ্চলিক ভাষায় অনুবাদ করে আপলোড করে ওয়েবসাইটে। তার মধ্যে ৮ হাজার ৯৭৭টি রায় অনুবাদ করা হয়েছে হিন্দি ভাষায়। প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানিয়েছেন, সুপ্রিম কোর্ট তৈরি হওয়ার পর থেকে যে ৩৫ হাজার গুরুত্বপূর্ণ রায় দেওয়া হয়েছে, তার সবকটি আঞ্চলিক ভাষায় অনুবাদ করে সব মানুষের কাছে পৌঁছে দেওয়া।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আমি সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাতে চাই। গুরুত্বপূর্ণ রায় এবার নিজ নিজ মাতৃভাষায় পড়তে পারবেন সাধারণ মানুষ। আঞ্চলিক ভাষার গুরুত্ব বাড়ছে।”
হিন্দি ছাড়াও সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ওড়িয়া, গুজরাটি, তামিল, অসমিয়া, খাসি, গারো, পাঞ্জাবি, নেপালি ও বাংলা ভাষায় পড়া যাবে রায়গুলি। আরও একাধিক ভাষাতেও অনুবাদ করা হবে বলে জানানো হয়েছে। বিচার ব্যবস্থাকে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থায় আঞ্চলিক ভাষাকে কীভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, সে কথা বলতে গিয়েই সুপ্রিম কোর্টের রায় অনুবাদ করার প্রসঙ্গ উঠে আসে মোদীর বক্তব্যে।
এদিন বক্তব্যে একাধিক বিষয় উঠে আসে। একদিকে সরকারের কর্মযজ্ঞের উল্লেখ ছিল প্রধানমন্ত্রীর বক্তব্যে, সেই সঙ্গে কী কী স্কিম ভবিষ্যতে আনার পরিকল্পনা রয়েছে, সে কথাও বলেছেন মোদী।