নয়া দিল্লি: স্বাধীনতার অমৃত মহোৎসবে জাতীয় পতাকার সঙ্গে সেলফি তোলার আহ্বানে সাড়া দিলেন দেশের ৯ কোটিরও বেশি মানুষ। মঙ্গলবার (১৫ অগস্ট), দুপুর ২টো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের ‘হর ঘর তিরঙ্গা’ ওয়েবসাইটে ৯ কোটি ৮ লক্ষ ৬৬ হাজারটি সেলফি আপলোড করা হয়েছে। ১৩ থেকে ১৫ অগস্ট – এই তিনদিনে দেশবাসীকে তাঁদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করে তার সঙ্গে সেলফি তুলে পোস্ট করার জন্য আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৯ কোটিরও বেশি মানুষ তাতে সাড়া দিয়েছেন। এর মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী, অভিনেতা, গায়ক, ফিল্মমেকার, রাজনীতিবিদ, গীতিকারদের মতো সেলিব্রিটিরা আছেন। ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উপলক্ষে, ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপনে, গত বছরের ২২ জুলাই ‘হর ঘর তিরঙ্গা’ প্রচার শুরু করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। রবিবার, সোশ্যাল মিডিয়ায় ফের একবার দেশবাসীকে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির ডিসপ্লে পিকচারের জায়গায় জাতীয় পতাকার ছবি লাগানোর আহ্বান জানিয়েছিলেন।
কেন্দ্রীয় সরকারের ‘হর ঘর তিরঙ্গা’ ওয়েবসাইটের হোমপেজে জাতীয় পতাকার সঙ্গে সেলফি তুলে আপলোড করার একটি বিকল্প রয়েছে। তার পাশেই রয়েছে ‘ডিজিটাল তিরঙ্গা’ বিকল্পও। ওয়েবসাইটে যে সেলফিগুলি আপলোড করা হচ্ছে, সেগুলির কোলাজ করে তৈরি করা হয়েছে একটি ডিজিটাল ভারতীয় জাতীয় পতকা। ‘হর ঘর তিরঙ্গা’ ওয়েবসাইটের হোমপেজের একটু নীচে এলে দেখা যাচ্ছে, কারা কারা সেলফি পোস্ট করেছেন। এর মধ্যে আছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রাক্তন ক্রিকেটার পার্থীব প্যাটেল, অভিনেতা অনুপম খের, গায়ক কৈলাশ খের, কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি, অভিনেতা তথা রাজনীতিবিদ হেমা মালিনী, চলচ্চিত্র পরিচালক মধুর ভান্ডারকর, গীতিকার জাভেদ আখতার, চলচ্চিত্র তারকা রজনীকান্ত প্রমুখ।
হর ঘর তিরঙ্গা প্রচারের জন্য সপ্তাহ ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছিল কেন্দ্রীয় সরকার। গত শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রীদের দেখা গিয়েছিল দিল্লির প্রগতি ময়দানে ‘হর ঘর তিরঙ্গা’ বাইক মিছিলে অংশ নিতে। জি কিষাণ রেড্ডিকে দেখা গিয়েছিল একটি বাইক চালাতে, তাঁর পিছনে অনুরাগ ঠাকুর জাতীয় পতাকা হাতে বসেছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলাজেও এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এর পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি সেলফি তোলার প্রতিযোগিতার আয়োজনও করা হয়েছে। নয়া দিল্লির ১২টি জায়গায় ১২টি সেলফি পয়েন্ট তৈরি করা হয়েছে। সেই সেলফি পয়েন্টে ছবি তুলে, কেন্দ্রীয় সরকারের মাইগভ ওয়েবসাইটে আপলোড করলে ১০,০০০ টাকা জেতার সুযোগ রয়েছে। ১২টি পয়েন্টের প্রত্যেকটি থেকে একজন করে বিজয়ী বেছে নেবে সরকার।