নয়া দিল্লি: বুথে বুথে লুঠ হয়েছে ভোট, মারধর করা হয়েছে দলের এজেন্টদের। এমন অভিযোগে ইতিমধ্য়েই সরব হয়েছে বিজেপি। হাইকোর্টে মামলা করার কথা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সব অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখতে এবার দিল্লি থেকে রাজ্যে আসছেন বিজেপি নেতারা। দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ইতিমধ্যেই চারজনকে বেছে নিয়েছেন। মঙ্গলবারই রাজ্যে আসবেন সেই নেতারা।
বাংলার পঞ্চায়েত ভোটে হিংসার যে অভিযোগ উঠেছে, তার তদন্ত করতেই চার নেতাকে রাজ্যে পাঠাচ্ছে বিজেপি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কনভেনার রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে বাংলায় আসছে বিজেপির ওই প্রতিনিধি দল। দলে থাকছেন তিন বিজেপি সাংসদ- সাংসদ ডঃ রাজদীপ রায়, সত্যপাল সিং এবং রেখা ভার্মা।
সূত্রের খবর, মঙ্গলবার অর্থাৎ গণনার দিন সকালে কলকাতায় পৌঁছবেন ওই চার নেতা। যে সব জায়গা থেকে হামলা, হুমকি বা খুনের অভিযোগ উঠেছে, সে সব জায়গায় বুথ পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখবেন তাঁরা। যত দ্রুত সম্ভব, নাড্ডার হাতে তুলে দেবেন রিপোর্ট।
এদিকে, সোমবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখার করছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বাংলার ভোট নিয়েই আলোচনা হবে বলেই মনে করা হচ্ছে। ভোটের আগে ও ভোটর দিন অশান্তির খোঁজ খবর নিতে বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন রাজ্যপাল। অন্যদিকে, রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্য বিজেপির অন্যান্য নেতারাও। ভোট বাতিলের আর্জি জানিয়ে শুভেন্দু অধিকারী আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন।