Bangladesh Minister: এপার বাংলার পঞ্চায়েত নির্বাচন নিয়ে মুখ খুললেন ওপার বাংলার মন্ত্রী

Sourav Dutta | Edited By: অংশুমান গোস্বামী

Jul 27, 2023 | 2:40 PM

বাংলাদেশের মন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। অন্য কোনও রাজনৈতিক দল বাংলাদেশে থাকলে তা সম্ভব হত না বলেও দাবি হাছান মাহমুদের।

Bangladesh Minister: এপার বাংলার পঞ্চায়েত নির্বাচন নিয়ে মুখ খুললেন ওপার বাংলার মন্ত্রী
হাছান মাহমুদ।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: রাজ্যে সদ্যসমাপ্ত পঞ্চায়েত ভোটে হিংসার ঘটনা নিয়ে আলোচনা চলেছে বিস্তর। তা নিয়ে মন্তব্য করে নতুন বিতর্ক তৈরি করলেন বাংলাদেশের মন্ত্রী। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ এসেছেন কলকাতায়। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন তিনি। সেখানেই ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নতির প্রসঙ্গে নিজের মত জানিয়েছেন। এর পর বাংলাদেশের সাধারণ নির্বাচনের বিষয়টি উত্থাপিত হয়। সেই প্রসঙ্গেই পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে হিংসার প্রসঙ্গে মন্তব্য করেন তিনি। প্রতিবেশী দেশের মন্ত্রীর মুখে এ রাজ্যের নির্বাচন পরিস্থিতি নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

বাংলাদেশের মন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। অন্য কোনও রাজনৈতিক দল বাংলাদেশে থাকলে তা সম্ভব হত না বলেও দাবি হাছান মাহমুদের। ভারত-নেপাল-ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করার প্রক্রিয়া শুরু হ‌ওয়ার বিষয়টিকেও মাইলফলক বলে উল্লেখ করেছেন তিনি।

সংবিধান অনুযায়ী বাংলাদেশে সাধারণ নির্বাচন হবে বলে জানিয়েছেন সে দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সে দেশের নির্বাচন কমিশন স্বাধীন ভাবে নির্বাচন পরিচালনা করে বলেও দাবি তাঁর। এই প্রসঙ্গেই পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটের বিষয়টি উঠে এসেছে। এ নিয়ে হাছান মাহমুদ বলেছেন, “আপনাদের এখানে কদিন আগে স্থানীয় নির্বাচন হয়েছে। কী হয়েছে আপনারা জানেন। আর আমাদের ওখানে বরিশালে স্থানীয় নির্বাচনে এক প্রার্থীর গায়ে ঘুষি লেগেছে। যে ঘুষি মেরেছে, ঘুষি মারার সময় আশেপাশে যারা ছিল, সকলকে গ্রেফতার করা হয়েছে। কদিন আগে ঢাকা শহরে একটি উপনির্বাচন হয়েছে সেটিও অত্যন্ত সুষ্ঠভাবে হয়েছে। সকলে ভোট দিয়েছে।” সে দেশের নির্বাচনের কমিশন স্বাধীন ভাবে কাজ করে বলেও দাবি হাছানের। এ বিষয়ে তিনি বলেছেন, “সম্প্রতি সংসদে আইন সংশোধন করা হয়েছে। তাতে কমিশন স্বাধীন শক্তিশালী সংস্থা হয়েছে। নির্বাচন কমিশন সরকারি দলকে তোয়াক্কা করে না।”

Next Article