Jadavpur University: যাদবপুরের উত্তরে অসন্তুষ্ট শিশু সুরক্ষা কমিশন

Deeksha Bhuiyan | Edited By: জয়দীপ দাস

Aug 17, 2023 | 5:53 PM

Jadavpur University:১৪ অগস্ট কমিশনের তরফে দাবি করা হয়েছিল, গোটা ঘটনায় গাফিলতি রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এই মর্মেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শোকজ় নোটিসও দেয় কমিশন।

Jadavpur University: যাদবপুরের উত্তরে অসন্তুষ্ট শিশু সুরক্ষা কমিশন
যাদবপুরের উত্তরে খুশি নয় শিশু সুরক্ষা কমিশন
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কলকাতা: বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) উত্তরে খুশি হয়নি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। ফের চিঠি দিয়ে ব়্যাগিং রোধে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে একগুচ্ছ উত্তর জানতে চাওয়া হয়েছে। উত্তর দিতে হবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে। এদিকে প্রথমবর্ষের পড়ুয়ার মৃত্যুতে আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে শোকজ় করেছিল শিশু সুরক্ষা কমিশন। উত্তরও দিয়েছিল যাদবপুর। সূত্রের খবর, সেই উত্তরে খুশি নয় কমিশন। প্রসঙ্গত, যাদবপুরের যে পড়ুয়ার মৃত্যু হয়েছে, সে ছিল নাবালক। সে কারণেই পকসো ধারা রুজু করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়। কমিশনের উপদেষ্টা এও বলেন, মৃত ছাত্রের গায়ে সিগারেটের ছ্যাঁকার প্রমাণ মিলেছে। ব়্যাগিংয়ের দিকেই ছিল তাঁদের স্পষ্ট ইঙ্গিত। 

১৪ অগস্ট কমিশনের তরফে সাফ দাবি করা হয়েছিল, গোটা ঘটনায় গাফিলতি রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এই মর্মেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শোকজ় নোটিসও দেয় কমিশন। দু’দুদিনের মধ্যে চাওয়া হয় উত্তর। একদিনেই আগেই শো-কজ়ের জবাব দেয় যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সূত্রের খবর, সেই উত্তরে খুশি নয় কমিশন। 

প্রসঙ্গত, যাদবপুরের শিশু মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই প্রাক্তনী ও বর্তমান পড়ুয়া মিলিয়ে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের, যাদবপুরের নিজস্ব তদন্তেও ক্রমশ উঠে আসছে প্রথমবর্ষের ওই পড়ুয়ার উপর অত্যাচারের কথা। অন্যদিকে এরইমধ্যে আবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ডিনকে তলব করা হয়েছিল লালবাজারে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাড়াতে নেওয়া হয়েছে একগুচ্ছ সিদ্ধান্ত। সূত্রের খবর, হস্টেলের গেটে বসতে চলেছে সিসিটিভি, মাদক নিষিদ্ধ হতে চলেছে গোটা ক্যাম্পাসে। একইসঙ্গে আই-কার্ড ছাড়া বিশ্ববিদ্য়ালয়ে আর মিলবে না প্রবেশাধিকার। এরইমধ্য়ে শিশু সুরক্ষা কমিশনের তরফে আসা এই খবর নতুন চাপানউতর শুরু হয়েছে শিক্ষা মহলে।

Next Article