Rain Forecast: গণনার দিন উত্তরবঙ্গে বর্ষার ব্যাপক ‘সন্ত্রাসের’ আশঙ্কা, বৃষ্টি চলবে কোন কোন জেলাগুলিতে?

Kaamalesh Chowdhury | Edited By: জয়দীপ দাস

Jul 09, 2023 | 6:00 PM

Rain Forecast: প্রবল বর্ষণের সাক্ষী থেকেছে গোটা দেশই। দিল্লির সফদরজংয়ে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৫৩ মিলিমিটার।

Rain Forecast: গণনার দিন উত্তরবঙ্গে বর্ষার ব্যাপক ‘সন্ত্রাসের’ আশঙ্কা, বৃষ্টি চলবে কোন কোন জেলাগুলিতে?
বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে

Follow Us

কলকাতা: মঙ্গলবার, গণনার দিন উত্তরবঙ্গে (North) বর্ষার ‘সন্ত্রাসের’ বড়সড় আশঙ্কা। ৩ জেলায় জারি লাল সতর্কতা। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে একদিনে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরেও। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গ জুড়ে ১৩ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। নেপথ্যে নিম্নচাপ অক্ষরেখা। তবে গণনার দিন দক্ষিণবঙ্গে দুর্যোগের কোনও আশঙ্কা নেই। হালকা-মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দাপট চলবে ভ্যাপসা গরমের।

অন্য়দিকে প্রবল বর্ষণের সাক্ষী থেকেছে গোটা দেশই। দিল্লির সফদরজংয়ে গত ২৪ ঘণ্টার বৃষ্টি হয়েছে ১৫৩ মিলিমিটার। এর আগে ১৯৮২ সালের ২৫ জুলাই সফদরজংয়ে বৃষ্টি হয়েছিল ১৬৯.৯ মিলিমিটার। অন্যদিকে বৃষ্টির বাঁধ ভেঙেছে চণ্ডীগড় ও আম্বালাতেও। চণ্ডীগড়ে গত ২৪ ঘণ্টায় ৩২২.২ মিলিমিটার। অন্য়দিকে আম্বালায় এদিন সকাল সাড়ে ৮টা পর্যন্ত হয়েছে ২২৪.১ মিলিমিটার বৃষ্টি। 

শেষ কবে পঞ্জাবে এত বৃষ্টি হয়েছে তা প্রায় কেউ মনে করতে পারছেন না। এখনও চলছে প্রবল বৃষ্টিপাত। প্রবল বৃষ্টি হয়েছে জম্মু-কাশ্মীর ও লাদাখেও। গত ২৪ ঘণ্টায় খাটুয়ায় বৃষ্টি হয়েছে ২৩২ মিলিমিটার। এখনও ব্যাপক বৃষ্টি চলছে পার্শ্ববর্তী একাধিক এলাকায়।

Next Article