Calcutta High Court: ২৬ খানা পঞ্চায়েতের মামলা শুনতে গিয়ে বিরক্ত প্রধান বিচারপতি বললেন, ‘পরের নির্বাচন পর্যন্ত শুনব নাকি!’

Shrabanti Saha | Edited By: tannistha bhandari

Aug 24, 2023 | 1:47 PM

Panchayat Election Cases: প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হীরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়ের মামলাগুলোই আদালত শুনবে।

Calcutta High Court: ২৬ খানা পঞ্চায়েতের মামলা শুনতে গিয়ে বিরক্ত প্রধান বিচারপতি বললেন, পরের নির্বাচন পর্যন্ত শুনব নাকি!
প্রধাান বিচারপতি

Follow Us

কলকাতা: পঞ্চায়েত নির্বাচন নিয়ে এতগুলি মামলা হয়েছে, যা নিয়ে বারে বারে বিরক্তি প্রকাশ করেছেন হাইকোর্টের একাধিক বিচারপতি। জুন থেকে জুলাই অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের ভোট প্রক্রিয়া চলাকালীন কার্যত মামলার পাহাড় জমা হয়েছে কলকাতা হাইকোর্টে। এখনও সে সব মামলার শুনানি শেষ হয়নি। বুধবার একসঙ্গে ২৬টি জনস্বার্থ মামলা শোনেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। এরপরই মামলার বহর দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। আইনজীবীদের ভর্ৎসনার সুরে বলেন, ‘পরবর্তী পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত কি আমরা পঞ্চায়েত নির্বাচনের মামলা শুনব?’

আইনজীবীদের মামলার যথেষ্ট প্রস্তুতি নেই বলেও মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। তিনি বলেন, “কয়েকজন সিনিয়র আইনজীবী বাদে কেউই সঠিক প্রস্তুতি নিয়ে আসছেন না। আপনারা অন্তত কিছুটা তৈরি হয়ে তারপর আসুন।” প্রধান বিচারপতি উল্লেখ করেন, কোনও কোনও ক্ষেত্রে কয়েকটা খববের কাগজের কাটিং এনেই মামলা করা হচ্ছে। বলা হচ্ছে নির্বাচন বাতিল করুন অথবা নির্বাচন কমিশনারকে অপসারণ করার নির্দেশ দিন। এতেই বিরক্ত প্রধান বিচারপতি শিবজ্ঞানম।

প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হীরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়ের মামলাগুলোই আদালত শুনবে। আগামী পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত মামলা চলুক, আদালত চায় না।

এদিন ২৬ টি মামলার একসঙ্গে শুনানি ছিল এদিন। সেখানে দেখা যায়, কোনও আইনজীবী বলছেন, অপর পক্ষ মামলার কপি দেয়নি, কেউ আবার বলছেন তাঁদের মামলার শুনানি শেষ হয়ে গিয়েছে। এছাড়া কিছু মামলায় এদিন রাজ্য সরকার, নির্বাচন কমিশন হলফনামা জমা দিয়েছেন। প্রধান বিচারপতি এদিন নির্দেশ দেন, হলফনামা পরস্পরের মধ্যে আদান প্রদান করতে হবে।

এর আগেও পঞ্চায়েত মামলা সম্পর্কে বিরক্তি প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি।  আগে তিনি ব্যাখ্যা করেছিলেন, পঞ্চায়েত মামলার জন্য আদালতে অন্য মামলা শোনা হচ্ছে না, আর মানুষ ভাবছে আদালত কাজ করছে না।

Next Article