Jadavpur University: ১৮০০ ৩৪৫ ৫৬৭৮, যাদবপুরের দেওয়ালে মমতার দেওয়া অ্যান্টি র‌্যাগিং ফোন নম্বর

Supriyo Guha | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 24, 2023 | 3:57 PM

Jadavpur University: যাদবপুরের ছাত্রমৃত্যুতে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। গত মঙ্গলবার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই বৈঠকের মধ্যেই মমতা হঠাৎই অ্যান্টি র‌্যাগিং নম্বর ঘোষণা করেন।

Jadavpur University: ১৮০০ ৩৪৫ ৫৬৭৮, যাদবপুরের দেওয়ালে মমতার দেওয়া অ্যান্টি র‌্যাগিং ফোন নম্বর
যাদবপুরে হেল্পলাইন নম্বর লেখা পোস্টার
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: র‌্যাগিং রুখতে হেল্পলাইন নম্বর চালু করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার পরই এবার যাদবপুর মেন হোস্টেলের বাইরে লাগানো হল পোস্টার। লালবাজারের তরফে অ্যান্টি র‌্যাগিং হেল্পলাইন নম্বর লেখা পোস্টার লাগানো হয়েছে। শুধু যাদবপুর মেন হোস্টেল নয়, শহরের সব কলেজে, বিশ্ববিদ্যালয় এবং হোস্টেলের সামনে এই পোস্টার লাগানোর কাজ শুরু হয়েছে।

যাদবপুরের ছাত্রমৃত্যুতে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। গত মঙ্গলবার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই বৈঠকের মধ্যেই মমতা হঠাৎই অ্যান্টি র‌্যাগিং নম্বর ঘোষণা করেন। পরে পুলিশের তরফ থেকে সেই নম্বর প্রকাশও করা হয়। নম্বরটি হল ১৮০০৩৪৫৫৬৭৮।

২২ অগস্ট থেকেই সেই নম্বর খুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দেন, যে কোনও কলেজ, বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের কোনও ঘটনা ঘটলে এই নম্বরে ফোন করতে হবে। ফোন পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। জেলায় জেলায় যে অ্যান্টি-র‌্যাগিং কমিটি আছে, তাদেরকে বিষয়টি জানানো হবে। সেখান থেকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হবে। সঙ্গে এটাও বলে দেওয়া হয়, যিনি অভিযোগ করবেন, তাঁর পরিচয়ও গোপন রাখা হবে।

প্রসঙ্গত, গত ৯ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের তিন তলার বারান্দার নীচ থেকে উদ্ধার হয় প্রথম বর্ষের ছাত্রের দেহ। যা নিয়ে তোলপাড় রাজ্য। এই মামলা বিচারাধীন। এই ঘটনায় বৃহস্পতিবার আরও ৫ জনকে তলব করা হয়েছে।  তার মধ্যে পোস্টার পড়ল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।

Next Article