কলকাতা: যাদবপুরকাণ্ড নিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য। আর এসবের মধ্যেই বৃহস্পতিবার ফের রাজভবনে বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠকে বসেছিলেন উপাচার্য হিসেবে দায়িত্ব সামলানো অধ্যাপক বুদ্ধদেব সাউ। জানা যাচ্ছে, বৈঠকে আচার্য বোস দায়িত্বপ্রাপ্ত-উপাচার্যকে বার্তা দিয়েছে, প্রয়োজন বোধ করলে অবসরপ্রাপ্ত কোনও বিচারপতিকে দিয়ে তদন্ত করাতে পারেন উপাচার্যের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক বুদ্ধদেব সাউ। এদিন রাজ্যপাল তথা আচার্য বোসের সঙ্গে বৈঠকের পর অধ্যাপক বুদ্ধদেব সাউ জানাচ্ছেন, আচার্যের এই পরামর্শের কথা। আচার্য তাঁকে জানিয়েছেন, যদি অভ্যন্তরীণ কমিটির তদন্তে দায়িত্বপ্রাপ্ত উপাচার্য সন্তুষ্ট না হন, সেক্ষেত্রে কোনও তৃতীয় পক্ষকে দিয়ে তদন্ত করাতে পারেন।
দায়িত্বপ্রাপ্ত উপাচার্য বলছেন, ‘আচার্য বলেছেন যদি মনে করি তদন্ত ঠিক হচ্ছে না, তাহলে আমি যেন দ্বিধা না করি। সেক্ষেত্রে যদি পৃথক কোনও তদন্ত কমিটি গঠন করতে হয়, তো অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে করা যেতে পারে।’ উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তদন্ত বন্ধ করেছিল অ্যান্টি র্যাগিং কমিটি। ফের তাদের তদন্ত করার নির্দেশ দেবেন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই জোরকদমে তদন্ত চালাচ্ছে যাদবপুর থানার পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তালিকায় রয়েছে বর্তমান পড়ুয়া ও প্রাক্তনীরা। এছাড়া ঘটনার রাতে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগেও এক পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
এসবের পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফেও একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিও গোটা বিষয়টি খতিয়ে দেখছে। সেই অভ্যন্তরীণ তদন্ত কমিটির কাজে যদি দায়িত্বপ্রাপ্ত উপাচার্য সন্তুষ্ট না হন, তাহলে প্রয়োজন মনে করলে কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন আচার্য সি ভি আনন্দ বোস।