Rakhi Bandhan: রাজ্যজুড়ে মহিলা তৃণমূলের ‘অবিচ্ছিন্ন বাঁধন’, ৫০ হাজার মহিলার হাতে পরানো হবে রাখি

Pradipto Kanti Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Aug 24, 2023 | 6:01 PM

Rakhi Celebration: এই রাখিবন্ধনকে সামনে রেখে বিজেপিও ময়দানে থাকবে দিনভর। সম্প্রতি বিজেপির কেন্দ্রীয় নেতা ধর্মেন্দ্র প্রধান বাংলায় এসেছিলেন। দলের অভ্যন্তরীণ বৈঠকে তিনি বার্তা দিয়েছিলেন, রাখিবন্ধন উৎসবকে বড় করে পালনের বার্তা দেন।

Rakhi Bandhan: রাজ্যজুড়ে মহিলা তৃণমূলের অবিচ্ছিন্ন বাঁধন, ৫০ হাজার মহিলার হাতে পরানো হবে রাখি
মহিলা তৃণমূলের কর্মসূচি। ফাইল চিত্র।
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: রাজ্যজুড়ে রাখিবন্ধন উৎসব পালন করবে তৃণমূল মহিলা কংগ্রেস। আগামী সপ্তাহে রাখিবন্ধন উৎসব। সেদিন জেলায় জেলায় রাখিবন্ধন উৎসব পালন করবেন তৃণমূলের মহিলা সদস্যরা। আর এই বন্ধনে আবদ্ধ করবেন মেয়েদেরই। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘অবিচ্ছিন্ন বাঁধন’। প্রায় ৫০ হাজার মেয়েকে রাখি পরানো হতে পারে সেদিন। এই কর্মসূচির ট্যাগলাইন, ‘অবিচ্ছিন্ন বাঁধন, রাখিবন্ধন হোক আরও শক্তিশালী’। পাশাপাশি আগামী ২৬ অগস্ট সল্টলেকের করুণাময়ীতে প্রতিবাদ সভা হবে মহিলা তৃণমূলের তরফে। মণিপুর নিয়ে প্রতিবাদ সভা করবে তারা। থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য , কৃষ্ণা চক্রবর্তীরা।

রাখিবন্ধন মানে ধরে নেওয়াই হয়, এই বাঁধন ভাই ও বোনের সম্পর্কের বন্ধন। তাই এই বিশেষ দিনে ভাইয়ের হাতে বোন রাখি বাঁধে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম যে রাখিবন্ধনের ডাক দিয়েছিলেন, তার মূল সুরই ছিল সৌভ্রাতৃত্ব। মহিলা তৃণমূল কংগ্রেস সেই সৌভ্রাতৃত্বকে উদযাপন করতে চলেছে বাড়ির মেয়ে, বউদের হাতে রাখি পরিয়ে।

এই রাখিবন্ধনকে সামনে রেখে বিজেপিও ময়দানে থাকবে দিনভর। সম্প্রতি বিজেপির কেন্দ্রীয় নেতা ধর্মেন্দ্র প্রধান বাংলায় এসেছিলেন। দলের অভ্যন্তরীণ বৈঠকে তিনি বার্তা দিয়েছিলেন, রাখিবন্ধন উৎসবকে বড় করে পালনের বার্তা দেন। এই উৎসবকে সামনে রেখে জনসংযোগে জোর দেওয়ার কথাও বলেন তিনি।

Next Article