Duare Sarkar: পরিযায়ী শ্রমিকদের উপর বিশেষ ‘নজর’, ‘দুয়ারে সরকারে’ নাম নথিভুক্তকরণের নির্দেশ নবান্নর

Deeksha Bhuiyan | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 23, 2023 | 6:08 AM

Mamata Banerjee: মঙ্গলবার 'দুয়ারে সরকার' কর্মসূচি নিয়ে বিডিও এবং জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। নবান্ন সূত্রে খবর, প্রতিটি জেলা প্রশাসনকে মুখ্যসচিব স্পষ্ট নির্দেশ দিয়েছেন, জেলার ১০০ শতাংশ পরিযায়ী শ্রমিকের নাম আসন্ন 'দুয়ারে সরকার'-এ যাতে নথিভুক্ত হয় তা নিশ্চিত করতে হবে।

Duare Sarkar: পরিযায়ী শ্রমিকদের উপর বিশেষ নজর, দুয়ারে সরকারে নাম নথিভুক্তকরণের নির্দেশ নবান্নর
নবান্ন
Image Credit source: File Photo

Follow Us

কলকাতা: পরিযায়ী শ্রমিকদের উপর বিশেষ নজর দেওয়ার নির্দেশ এল নবান্নর তরফে। আসন্ন ‘দুয়ারে সরকার’-এ জেলা ভিত্তিক পরিযায়ী শ্রমিকদের নথিভুক্তকরণের উপর জোর দিতে বলল নবান্ন। একই সঙ্গে বিধবা ভাতার জন্য যাঁরা আবেদন করবেন তাঁরা কেউ যেন বঞ্চিত না হন সেই বিষয়টিও বিশেষ গুরুত্ব দিয়ে বিচার করতে বলা হয়েছে।

মঙ্গলবার ‘দুয়ারে সরকার’ কর্মসূচি নিয়ে বিডিও এবং জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। নবান্ন সূত্রে খবর, প্রতিটি জেলা প্রশাসনকে মুখ্যসচিব স্পষ্ট নির্দেশ দিয়েছেন, জেলার ১০০ শতাংশ পরিযায়ী শ্রমিকের নাম আসন্ন ‘দুয়ারে সরকার’-এ যাতে নথিভুক্ত হয় তা নিশ্চিত করতে হবে। কেউ বিধবা ভাতার জন্য আবেদন করতে এলে আগে দেখে নিতে হবে, অতীতে তাঁর নাম ওই ভাতার জন্য নথিভুক্ত হয়েছিল কি না। যদি নথিভুক্ত হয়ে থাকে, তাহলে তিনি কেন ভাতা পাননি, তা খতিয়ে দেখতে হবে। পূর্বে যদি কোনও সমস্যা হয়ে থাকে, তাহলে নতুন করে আবেদনপত্র নিতে হবে। সেই সঙ্গে দেখে নিতে হবে, আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কি না। অ্যাকাউন্ট থাকলে তাঁর সঙ্গে আধার সংযুক্তিকরণ হয়েছে কি না তাও দেখতে হবে। না হয়ে থাকলে তা করিয়ে দিতে হবে।

১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’। এর আগে এপ্রিল মাসে হয়েছিল। এ বার ‘দুয়ারে সরকার’ ক্যাম্প থেকে মোট ৩৫ টি পরিষেবা পাওয়া যাবে। এছাড়া ‘দুয়ারে সরকার’ ও পাড়ায় সমাধান কর্মসূচিতে ‘খেলা হবে’ প্রকল্পের জন্যও নাম নথিভুক্ত করানো হবে।

Next Article