কলকাতা: ছাত্রের মৃত্যুতে বিতর্কের আবহেই নতুন উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। গণিত বিভাগের অধ্যাপক বুদ্ধদেব সাউকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব সামলাবেন। যাদবপুরের আচার্য তথা পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস গণিত বিভাগের ওই অধ্যাপককে উপাচার্যের দায়িত্ব সামলাতে নির্দেশ দিয়েছেন। এখন থেকেই যাদবপুরের উপাচার্যের দায়িত্ব সামলাবেন বুদ্ধদেব সাউ।
ছাত্র মৃত্যুর ঘটনা নিয়ে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। হস্টেলে র্যাগিংয়ের ঘটনা সামনে আসতে কর্তৃপক্ষের ভূমিকাও প্রশ্নেও মুখে পড়েছে। এই প্রেক্ষিতে যাদবপুরে দীর্ঘদিন ধরে স্থায়ী উপাচার্য না থাকার বিষয়টিও সামনে। বুধবারই বিশ্ববিদ্যালয়ের শীর্ষপদস্থ আধিকারিকদের ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। সেখানেও স্থায়ী উপাচার্যের বিষয়টি উঠেছিল। এর পরই এ বিষয়ে পদক্ষেপ করলেন রাজ্যপাল।
তবে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে বেনজির সংঘাতের সাক্ষী থেকেছে রাজ্যবাসী। সেই আবহেই যাদবপুরের উপাচার্যের দায়িত্ব সেই বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপকের হাতে দিলেন রাজ্যপাল।