কলকাতা: নিম্নচাপের বৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা। আজ মঙ্গলবার দিনভরই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৫ জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ। সেটি আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। তার পর বাংলাদেশের খেপুপাড়া হয়ে স্থলভাগে ঢুকবে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের উপর সরে আসবে শক্তিশালী নিম্নচাপ। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে বুধবারও। এই বৃষ্টির ফলে জুন জুলাই মাসে যে বৃষ্টির ঘাটতি হয়েছে তা মিটতে পারে। দুশ্চিন্তা কমার সম্ভাবনা ধান চাষির। তবে অল্প সময়ে বেশি বৃষ্টি হলে দুর্ভোগের মুখে পড়তে হতে পারে দক্ষিণবঙ্গবাসীকে। বিশেষ করে পুর এলাকায় জল জমার আশঙ্কা। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়।
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস মতো মঙ্গলবার বিকেলের পর থেকেই বৃষ্টি নেমেছে দিঘার সমুদ্র উপকূলে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণে সমুদ্র সৈকতে পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছে। দিঘা মোহনা কোস্টাল থাকার তরফে মঙ্গলবার সন্ধ্যায় সতর্কবার্তা প্রচার করা হয়। সৈকত থেকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেওয়া হয়েছে পর্যটক, ব্যবসায়ী, বাসিন্দাদের। বুধবার পর্যন্ত সমুদ্রস্নানের উপর সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে মৎস্যজীবীদের।
দক্ষিণবঙ্গে তো বৃষ্টির পূর্বাভাস থাকছেই। উত্তরবঙ্গের দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পংয়েও বুধবার বৃষ্টি হবে। কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার।
অতি বৃষ্টি বা অতিভারী বৃষ্টির জন্য নবান্ন থেকে জেলাগুলিকে সতর্কবার্তা। বিশেষ করে যে জেলাগুলিতে অতিবৃষ্টি হতে পারে। সমুদ্র তীরবর্তী বা উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ। বিপর্যয় মোকাবিলা দফতরকে প্রস্তুত থাকতে নির্দেশ। সবিস্তারে পড়ুন: কলকাতায় কমলা সতর্কতা জারি, আজ ভারী দুর্যোগের মুখে দক্ষিণবঙ্গের ১৫ জেলা
গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। মৌসুমি অক্ষরেখার পশ্চিমাংশ ক্রমশ সরে এসেছে দক্ষিণবঙ্গে। মৌসুমি অক্ষরেখা হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকা থেকে দ্বারভাঙা দেওঘর ক্যানিং ও সংলগ্ন এলাকার উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্বদিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে বৃষ্টি ও ঝড়ের আশঙ্কায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মঙ্গলবার ও বুধবার সুন্দরবনের নদী ও বঙ্গোপসাগরে মাছ, কাঁকড়া ধরতে যাতে কোনও নৌকা বা ট্রলার না যায় সতর্ক করা হয়েছে।
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া বীরভূম, পুরুলিয়া জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ। ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে।
কলকাতা-সহ অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। এরমধ্যে ৫ জেলায় আবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওড়িশা ও উপকূল সংলগ্ন বেশ কিছু জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা। আজ মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
উপকূলে ঝোড়ো বাতাস বইতে পারে। ঘণ্টায় ৪৫-৬৫ কিমি বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। উত্তাল থাকবে সমুদ্র।
সাগরে শক্তি বাড়াচ্ছে গভীর নিম্নচাপ। বাংলাদেশ হয়ে দক্ষিণবঙ্গে সরবে নিম্নচাপ। নিম্নচাপের বৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা। কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দুশ্চিন্তা কমতে চলেছে ধানচাষিদের।