Skin Whitening Soap: যেখানেই ছোঁওয়াবেন, ত্বকের সেই অংশের রঙই ফর্সা হবে যদি এই সাবান রোজ নিয়ম করে মাখেন

TV9 Bangla Digital | Edited By: Manu Choudhary

May 16, 2024 | 2:31 PM

Homemade Soap: মিক্সিং জারে আলু-শশা নিয়ে হাফ গ্লাস কাঁচা দুধ মিশিয়ে বেটে নিতে হবে। পুরো মিশ্রণটা ভাল করে ছেঁকে নিয়ে দু চামচ চালগুঁড়ো আর বেসন মিশিয়ে নিতে হবে

Skin Whitening Soap: যেখানেই ছোঁওয়াবেন, ত্বকের সেই অংশের রঙই ফর্সা হবে যদি এই সাবান রোজ নিয়ম করে মাখেন
কী ভাবে বানাবেন এই সাবান বাড়িতে

Follow Us

ত্বকের যত্ন না নিলে ত্বক কিছুতেই ঠিক থাকে না। এমনিই রোদ, দূষণ এখন আগের তুলনায় অনেক বেশি। কাজের প্রয়োজনে মানুষকে রোজ বাড়ির বাইরে বেরোতেই হয়। এবার চিটচিটে ঘাম-আবহাওয়াতে মুখ খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়। সানস্ক্রিন মেখে বেরোলেও তার উপর ময়লার পরত জমে যায়। শুধু ফেসওয়াশ দিয়ে ধুলেই যে সেই ময়লা কেটে যায় এমন নয়। আবার অনেকেই আছেন যাঁরা রাতে বাড়ি ফিরে এতটই ক্লান্ত থাকেন যে ভাল করে মুখ ধোওয়ার সুযোগটুকুও পান না। দিনের পর দিন এমন অত্যাচার চলতে থাকলে মুখ কালো হয়ে যায়, চামড়া কুঁচকে যায়। সেই সঙ্গে ত্বকে বয়সের ছাপও পড়ে। যে কারণে প্রথম থেকেই ত্বকের যত্ন দিন। বেশি কেমিক্যাল ব্যবহার না করে বাড়িতেই বানিয়ে নিন যৎসামান্য ঘরোয়া উপকরণে। দারুণ কাজ হবে।

আমরা জানি সাবান মাত্র তার মধ্যে কেমিক্যাল থাকবে, ক্ষার থাকবে। এমন অনেক সাবান আছে যা হাতে ঘষলেই হাত বেশি রুক্ষ্ম হয়ে যায়। এমনকী মুখে রোজ ক্ষারযুক্ত সাবান মাখলেও ত্বকের ক্ষতি হয়, চামড়া অনেক দ্রুত কুঁচকে যায়। তাই রইল দারুও একটি সাবান বানানোর রেসিপি। ঘরোয়া কৌশলে বানিয়ে নেওয়া এই সাবান রোজ নিয়ম করে মুখে লাগালে ত্বকের হাল ফিরবেই। এমনকী মুখ ছাড়া যেখানে লাগাবেন সেখানকারই ত্বকের রং ফর্সা হবে। শসা একটু কেটে নিয়ে খোসা সমেতই ছোট টুকরো করে নিন। আলুও খোসা ছাড়িয়ে অল্প পরিমাণে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে।

মিক্সিং জারে আলু-শশা নিয়ে হাফ গ্লাস কাঁচা দুধ মিশিয়ে বেটে নিতে হবে। পুরো মিশ্রণটা ভাল করে ছেঁকে নিয়ে দু চামচ চালগুঁড়ো আর বেসন মিশিয়ে নিতে হবে। এবার তা ভাল করে গুলে নিতে হবে।  মিশ্রণের মধ্যে হাফ চামচ বেকিং সোডা মেশান। যা শরীরের সব ময়লা তুলে দিতে সাহায্য করে সঙ্গে গ্লো আনে। বেকিং সোডা মিশিয়ে অর্ধেক পাতিলেবুর রস মিশিয়ে নিন। পাতিলেবুর রস মেশালে বেশ ফেনাও হবে সাবানের মতো। তৈরি প্রাকৃতিক সাবান।

স্নানের আগে ভাল করে এই সাবান সারা গায়ে লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে শুকিয়ে গেলে তা জল দিয়ে ধুয়ে নিতে হবে।  এই সাবান সপ্তাহে দুদিন অন্তত ব্যবহার করতেই হবে। এতে ফিরবে ত্বকের ফর্সা ভাব। সেই সঙ্গে ত্বক কুঁচকেও যাবে না।

Next Article