আজকাল ‘মিনিমাল মেকআপ’ই ট্রেন্ডিং। যত কম মেকআপ ব্যবহার করে ত্বকের জেল্লা ফুটিয়ে তোলা যায়। বরং খুব বেশি চড়া মেকআপে আসল সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এই মিনিমাল মেকআপে সবচেয়ে বেশি যেটা নজর কাড়ে, তা হল গোলাপি গাল। গালে ব্লাশ ছুঁয়ে দিলে অবশ্যই আপনি পেয়ে যাবেন গোলাপি চিকস্। কিন্তু রোজের জীবনের ব্লাশ ব্যবহার করা মোটেই ত্বকের জন্য ভাল নয়। আপনি যদি প্রাকৃতিক উপায়ে গালে গোলাপি আভা পেয়ে যান, তাহলে আর আলাদা করে ব্লাশ ব্যবহারের প্রয়োজন নেই। কিন্তু গালে গোলাপি আভা কীভাবে পাবেন? রইল টিপস।
রক্ত সঞ্চালন বৃদ্ধি করুন- ত্বকের যত্নে সাধারণ কিছু পরিবর্তন আনে আপনি পেতে পারেন উজ্জ্বল মুখ ও গোলাপি গাল। ত্বক তখনই ভাল থাকে, তখন রক্ত সঞ্চালন সচল থাকে। এই সু-অভ্যাস আপনার ত্বকে এনে দিতে পারে প্রাকৃতিক জেল্লা। পাশাপাশি গালে বাড়াতে পারে গোলাপি আভা। দেহে রক্ত সঞ্চালন সচল রাখার জন্য নিয়মিত শরীরচর্চা করুন। এতে গাল যেমন টুকটুকে লাল হবে, তেমনই ত্বকের হাজারো সমস্যাও সমাধান হয়ে যাবে।
মালিশ করুন- গালে গোলাপি আভা আনতে এবং রক্ত সঞ্চালন বাড়াতে আপনি মাসাজ টুলের সাহায্য নিতে পারেন। কে-বিউটির দুনিয়ায় দারুণ জনপ্রিয় মাসাজ টুল। এটি ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। কোনও ময়েশ্চারাইজার বা ফেস অয়েল নিয়ে মাসাজ করুন। এছাড়া আপনি আঙুলের ডগা দিয়েও গালের উপর মালিশ করতে পারেন। নিয়মিত ত্বক মালিশ করলে বলিরেখা প্রতিরোধ করা যায়, চামড়া টানটান থাকে এবং জেল্লা ফেটে পড়ে।
প্রাকৃতিক উপাদান বেছে নিন- ত্বকের জেল্লা বাড়ানোর জন্য প্রতি সপ্তাহে স্যালোঁতে যাওয়া সম্ভব নয়। বাড়িতেই রূপচর্চা সারতে হয়। হোমমেড ফেসপ্যাকে দই, দুধ, বেসন, মধু, হলুদ, পেঁপে, গোলাপ জলের মতো প্রাকৃতিক উপাদান ব্যবহার করুন।
স্টিম থেরাপি- ত্বকের রক্ত সঞ্চালনের মাত্রা বাড়াতে স্টিম থেরাপির সাহায্য নিন। গরম ভাপ নিলে মুখের রোমকূপের ছিপগুলো খুলে যায়। ত্বকের গভীরে থাকা ময়লা বেরিয়ে আসে। ত্বক ভাল করে পরিষ্কার হয়ে যায়। ব্রণ, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডসের সমস্যা সহজেই এড়ানো যায়।
সানস্ক্রিন ও হাইড্রেশন জরুরি- ত্বকের জেল্লা বাড়াতে চাইলে প্রচুর পরিমাণে জল পান করুন। এতে ত্বক হাইড্রেটেড থাকবে এবং গালে ফুটে উঠবে গোলাপি আভা। এছাড়া শীত-গ্রীষ্ম-বর্ষায় সানস্ক্রিন ব্যবহার করতে হবে। সানস্ক্রিন আপনার ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে রক্ষা করে। এতে সহজেই আপনি ত্বকের সমস্যা এড়াতে পারবেন।