Clothes Care: বর্ষায় জামাকাপড়ে বিশ্রী গন্ধ? এভাবে যত্ন নিলেই সমস্যার সমাধান

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Aug 09, 2023 | 4:24 PM

Monsoon Tips: বর্ষায় ছত্রাকের কারণ সিল্কের পোশাকেই সবচেয়ে ছাতা পড়ে। এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে হাইড্রোজেন পেরক্সোসাইড দিয়ে সিল্কের জামাকাপড় পরিষ্কার করুন।

Clothes Care: বর্ষায় জামাকাপড়ে বিশ্রী গন্ধ? এভাবে যত্ন নিলেই সমস্যার সমাধান
জামাকাপড়ের যত্ন

Follow Us

বর্ষার বৃষ্টিতে ভিজছে বঙ্গ। বাড়িতে বসে বৃষ্টি দেখতে ভাল লাগলেও এর কিছু বাজে দিকও রয়েছে। এই সময় জামাকাপড় ঠিকমতো শুকোতে চায় না। ফলে
জামাকাপড়ে থেকে একটা অদ্ভুত বিশ্রী গন্ধ হয়। এছাড়া বর্ষায় জামাকাপড়ে পারফিউম বা সুগন্ধী ব্যবহার করলেও তার দাগ উঠতে চায় না।

বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে জামাকাপড়ে ছত্রাক বাসা বাঁধে। ফলে জামাকাপড়ে গন্ধ ও দাগ হয়। তবে সঠিকভাবে যত্ন নিলে আর এই ধরনের সমস্যা হবে না। জানুন বর্ষায় জাপাকাপড় যত্ন করার বিশেষ কিছু টিপস…

লেবু ও নুন:
যেহেতু বর্ষায় জামাকাপড়ে ছত্রাকের আনাগোনা বাড়ে, তাই এই ধরনের ছত্রাককে বিনাশ করতে আপনি নুন ব্য়বহার করতে পারেন। একটি পাতিলেবু টুকরো করে কেটে নিন। তাতে কিছুটা নুন দিয়ে জামাকাপড়ে ঘষে নিন। এতে দাগ ও মিটবে ও গন্ধ ও দূর হবে।

ভিনিগার ও বেকিং সোডা:
এছাড়া ভিনিগার ও বেকিং সোডা ব্যবহার করলেও কাজ হবে। একটি বালতিতে পরিমাণমতো জল নিন। এবার তাতে ভিনিগার ও বেকিং সোডা মেশান। এবার এই বিশেষ জলে জামাকাপড় কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। দেখবেন আর কোনও দুর্গন্ধ থাকবে না এবং দাগছোপও ভ্যানিশ হয়ে যাবে।

খোলামেলা জায়গায় পোশার রাখুন:
বর্ষায় বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে জামাকাপড় শুকোতে চায় না। আর বাইরে জামাকাপড় মেলাও যায় না। ফলে ঘরের মধ্যেই জামাকাপড় মেলে দিতে হয়। ফলে জামাকাপড় সম্পূর্ণ শুকোয় না। এবং যার ফলে তা থেকে বিশ্রী গন্ধ বের হতে থাকে। এই সমস্যার একটাই সমাধান, খোলামেলা জায়গায় জামাকাপড় শুকোতে দেওয়ার চেষ্টা করুন। ঘরের ভিতরে হলেও যেসব জায়গায় আলো, বাতাস বেশি আসে সেখানেই জামাকাপড় মেলে দিন। দেখবেন আর এতটা গন্ধ হবে না।

সিল্কের পোশাকের যত্ন:
বর্ষায় ছত্রাকের কারণ সিল্কের পোশাকেই সবচেয়ে ছাতা পড়ে। এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে হাইড্রোজেন পেরক্সোসাইড দিয়ে সিল্কের জামাকাপড় পরিষ্কার করুন। ব্রাশের মধ্য়ে খানিকটা হাইড্রোজেন পেরক্সোসাইড নিন। এবার তা জামাকাপড়ে ঘষে নিয়ে ধুয়ে নিন। দেখবেন সব দাগ ও উঠে যাবে। এছাড়া আপনি ড্রাই ক্লিনিংও করাতে পারেন।

Next Article