ভারতের এই বিশাল ভূখণ্ড জুড়ে ছড়িয়ে রয়েছে অজস্র ইতিহাস। এক জাতি, এক ধর্মের দেশ ভারতবর্ষ। ভাষায় যেমন বৈচিত্র্য রয়েছে তেমনই রয়েছে সংস্কৃতি, খাবার আর পোশাকেও। ভৌগলিক অবস্থান অনুযায়ী এখানকার এক এক প্রদেশের মানুষেরা এক একরকম পোশাক পরেন। বিভিন্ন প্রদেশের বয়নশিল্পও ভিন্ন। একটা সময় ভারত বস্ত্র আমদানি-রফতানিতে ছিল বিশ্বসেরা। এখনও ভারতে যে মানের তুলো উৎপন্ন হয় তা আর কোথাও হয় না। জম্মু-কাশ্মীর থেকে শুরু করে গুজরাত, রাজস্থান, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ- প্রত্যেকের নিজস্ব টেক্সটাইল ডিজাইন রয়েছে। বেনারসি, বালুচরি, ইক্কত, পশমিনা, চান্দেরি, কাঞ্জিভরম এসবের চাহিদা রয়েছে বিশ্বজুড়ে।
ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিশেষ একটি ছবি প্রকাশ করেছে গুগল। ডুডলের মাধ্যমে তুলে ধরা হয়েছে দেশের ২১ টি বিভিন্ন অঞ্চলের বস্ত্রশিল্প। গুজরাতি স্টিচ থেকে শুরু করে হিমাচলপ্রদেশের পাট্টু, পশ্চিমবঙ্গের জামদানি, ওড়িশার ইক্কত, উত্তর প্রদেশের বেনারসি সবই স্থান পেয়েছে সেখানে। ভারতের বস্ত্রশিল্প থেকে অনুপ্রাণিত হয়ে এই চিত্রকলা বানিয়েছেন দিল্লির শিল্পী নম্রতা কুমার। ভারতের সুচিকর্ম, বিভিন্ন বয়ন শৈলী, মুদ্রণ কৌশল, রেজিস্ট-ডায়িং কৌশল, হাতে আঁকা টেক্সটাইল -এর উপর গবেষণা করছেন নম্রতা। ভৌগলিক অঞ্চল ভেদে যে সুচিকর্মে ফারাক রয়েছে এবং তা কীভাবে অঞ্চলভেদে পরিবর্তিত হয়েছে সেই নিয়েই তাঁর কাজ। এই ২১ রকম টেক্সটাইলের উপর সুচ সুতোয় লেখা হয়েছে গুগল।
১৯৪৭ সালের ১৫ অগস্ট ব্রিটিশ পরাধীনতা পেরিয়ে নতুন যুগের সূচনা হয়। স্বাধীনতা আন্দোলনে যাঁরা প্রাণ দিয়েছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই বিশেষ এই দিনটি পালন করা হয়। সকাল থেকে বর্ণময় উৎসবের মাধ্যমে পতাকাত্তোলন হয়। দেশত্মবোধক গান, কবিতায় সারা দিন জুড়ে থাকে অজস্র অনুষ্ঠান। ভারতের বিভিন্ন প্রদেশে বিভিন্ন রকম সিল্ক পাওয়া যায়। ভাগলপুরী, কাঁথাস্টিচ, ইক্কত, পৈঠানি, কাঞ্জিভরম, ফুলকারি প্রতিটি কাজই অনবদ্য। দেশজ শিল্প, বস্ত্রের কদর করুন, যত্ন সহকারে পুরনো শাড়ি তুলে রাখুন আলমারিতে। দেশজ শিল্পের কোনও বিকল্প হয় না। সেই কথাই তুলে ধরল ডুডল।