শুক্রবার বিকেল থেকে এমনিই ছুটির মেজাজে থাকেন সকলে। এই সপ্তাহে সেই আমেজটা যেন একটু বেশিই। কারণ ক্যালেন্ডার বলছে এটা লং উইকএন্ড। সর্বত্রই ‘ঠাঁই নেই’ অবস্থা। বেশ কিছু রুটে পর্যটকের চাপের জন্য বাড়তি ট্রেনেরও ব্যবস্থা করা হয়েছে। কেউ ছুটছেন জঙ্গলে, কেউ পাহাড়ে কেউ আবার সমুদ্রে। আসলে বর্ষায় প্রকৃতির রূপ থাকে ভয়ানক সুন্দর। সে জঙ্গল হোক বা সমুদ্র। যাঁরা গাড়ি চালাতে ভালবাসেন তাঁরা আবার মনসুন ড্রাইভে যাচ্ছেন। সব মিলিয়ে জমজমাট উইকএন্ড। যাঁরা কোথাও যেতে না পেরে শহরেই থাকছেন তাঁরাও নিজেদের মত করে নানা রকম প্ল্যান করেই ফেলেছেন। আজকাল সোশ্যাল মিডিয়াতে সকলেই ভীষণ সক্রিয়। সময়মতো ঘুরতে গেলে তার ছবি-আপডেট সোশ্যাল মিডিয়াতে দিতেই হবে। তাই রইল কিছু ফ্যাশন টিপস।
উইকএন্ডে জঙ্গলে ঘুরতে যাচ্ছেন বা সমুদ্রে? সঙ্গে পছন্দের নি-লেন্থ কোনও ড্রেস রাখুন। ড্রেসে খুব সহজেই ফ্যাশন করা যায়। এই ড্রেসের সঙ্গে বিশেষ কোনও গয়না লাগে না। কানের দুল কিংবা ব্যাঙ্গেলস হলেই চলে যায়। কম দামের মধ্যে পছন্দসই অনেক ড্রেস এখন পাওয়া যায়। এছাড়া বেছে নিতে পারেন র্যাপ আপ স্কার্ট। এতে দেখতে বেশ লাগে। ক্রপ টপ বা ট্রেন্ডি ব্যাগি টি-শার্টেই ফ্যাশন সারুন। সঙ্গে সাদা রঙের স্নিকার্স পরুন। এতে দেখতে অনেক বেশি স্টাইলিশ লাগে। জঙ্গল বা সমুদ্রের ধারে গেলে ফুল লেন্থ জামা-কাপড়ের প্রয়োজন নেই। হালকা পোশাক বাছুন। যে পোশাকে নিজে আরাম পাবেন আবার ভিজলেও তাড়াতাড়ি শুকিয়ে যাবে এরকম হলেই হবে।
বর্ষায় পাহাড়ের সৌন্দর্যই অন্যরকম। এই সময় কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য নাও হতে পারে তবে প্রকৃতি আপনাকে উজাড় করে দেবে। পাহাড়, ঝর্ণা, জঙ্গল আর বৃষ্টি যখন মিলেমিশে একাকার হয়ে যায় তখন পছন্দের রঙেই হোক ফ্যাশন। গাঢ় লাল, নীল, হলুদ, আকাশি, সবুজ এসব রঙ খুব ভাল লাগে পাহাড়ে। জাম্পস্যুট বেছে নিতেই পারেন। এছাড়াও স্কার্ট, ড্রেস, জিন্স নিজের পছন্দমতো কিছু একটা বেছে নিন ফ্যাশনের জন্য।