দূর ভ্রমণ, কোথাও চটজলদি পৌঁছানোর জন্য বিমানপথই ভরসা। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ দেশের বিভিন্ন বিমানবন্দর থেকে ফ্লাইটে যাতায়াত করেন। তার মধ্যে বহু মানুষ প্রায় কয়েক’শ বিমানে চড়েছেন। আবার তাঁদের মধ্যে এমনও অনেক মানুষ আছেন, যাঁরা প্রথমবার বিমানে চড়তে চলেছেন। প্রথমবারের অভিজ্ঞতাই সবচেয়ে স্মরণীয় হয়ে থাকে। মনের মধ্যে ভয়ের পাশাপাশি উত্তেজনাও কাজ করতে থাকে। হাতে সময় নিয়ে বিমানবন্দর পৌঁছানো, চেক-ইনের জন্য লাইন দেওয়া, ল্যাগেজ জমা দেওয়া এমন নানা কাজ থাকে। তবে, ফ্লাইটে উঠে আর কোনও কাজই থাকে না। আরাম করে বসে থাকা। কিন্তু এমন বেশ কিছু কাজ রয়েছে যা বিমানে চেপেও করা যায় না। প্রথমবার বিমানযাত্রায় এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার।
১) দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকা
১০-১২ ঘণ্টার বিমানযাত্রায় এক জায়গা দীর্ঘক্ষণ বসে থাকা উচিত নয়। এতে আপনার দেহে রক্ত সঞ্চালন সচল থাকবে না। সারাক্ষণ পা ঝুলিয়ে একই পজ়িশনে বসে থাকা সম্ভব নয়। তাই মাঝে-মাঝে বিমানের মধ্যে উঠে হাঁটাচলা করুন।
২) বেশি কথা বলা উচিত নয়
আপনার পাশে যে যাত্রী বসে আছেন, তার সঙ্গে আলাপচারিতা করা পর্যন্ত ঠিক আছে। কিন্তু তার বেশি কথা না বলাই ভাল। এছাড়া আপনাকে সৌজন্যমূলক কথাবার্তা বলতে হবে। মজার ছলে বা অশালীন কথা বলা উচিত নয়।
৩) জুতো খুলে বসবেন না
বিমানে দীর্ঘক্ষণ একই বসে থাকা একটু কঠিন। পাশাপাশি পা ঝুলিয়ে বসতে হয়। এতে অনেকেই অস্বস্তি বোধ করেন। তাই আরাম পেতে জুতো খুলে সিটের উপর পা তুলে বসার অভ্যাস রয়েছে অনেকের। কিন্তু এটা দৃষ্টিকটু দেখায়। বাচ্চাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা। কিন্তু বিমানে জুতো খুলে সিটের উপর পা তুলে না বসাই ভাল।
৪) সিটের উপরে থাকা এয়ার ভেন্ট বন্ধ করবেন না
সিটের উপরে এয়ার ভেন্ট থাকে। সেখান থেকে হাওয়া বেরোতে থাকে। অনেক সময় ঠান্ডা লাগে এবং অনেকেই ওই এয়ার ভেন্ট বন্ধ করে দেন। এয়ার ভেন্ট বন্ধ করার পরিবর্তে সোয়েটার পরে নিন। এটি আপনাকে জীবাণুর হাত থেকে রক্ষা করবে।
৫) বিমানে যৌনতায় লিপ্ত হবেন না
ফ্লাইটে যৌন মিলনে লিপ্ত হওয়ার জন্য বিশ্বজুড়ে ‘মাইল হাই ক্লাব’ শব্দটি ব্যবহার হয়। যেসব যুগল বিমানযাত্রার সময় যৌনতায় লিপ্ত হন তাঁদের ‘মাইল হাই ক্লাব’-এর সদস্য বলা হয়। কিন্তু বিমানে যৌনতায় লিপ্ত হওয়া একেবারেই উচিত নয়। এতে অন্য যাত্রীরা অস্বস্তি বা সমস্যার সম্মুখীন হতে পারে।