শীত, গ্রীষ্ম, বর্ষা, বছরের যে কোনও সময় আপনি ডুয়ার্সে বেড়াতে যেতে পারেন। যাঁরা প্রকৃতির মাঝে কিছুটা সময় একান্তে কাটাতে চান, তাঁদের জন্য ডুয়ার্স আদর্শ জায়গা। পাশাপাশি ডুয়ার্স বেড়াতে গেলে খুব বেশি পকেটে টান পড়ে না। উচ্চতা কম হওয়ায় শ্বাসকষ্টের সমস্যাও নেই। এমনকী পাহাড়ের মতো হাড় কাঁপানো ঠান্ডাও অনুভূত হয় না ডুয়ার্সে। তবু কংক্রিটের জঙ্গল ছেড়ে, সবুজের মাঝে সময় কাটানোর সুযোগ মেলে ডুয়ার্সে। ডুয়ার্সের জনপ্রিয় ডেস্টিনেশন বলতে ঝালং, বিন্দু, মূর্তি, গরুমারা, জলদাপাড়া ইত্যাদি। তবে, যত দিন যাচ্ছে ডুয়ার্সেও বাড়ছে অফবিট ডেস্টিনেশন।
ডুয়ার্সের মধ্যে গড়ে উঠেছে নতুন-নতুন পর্যটন কেন্দ্র। তারই মধ্যে নজর কাড়ছে রকি আইল্যান্ড। পাহাড়ি নদী পাথুরে পথ বেয়ে আঁছড়ে পড়ে ডুয়ার্সের কোলে। এটাই রকি আইল্যান্ড। সামসিং থেকে সাড়ে ৩ কিলোমিটারের পথ রকি আইল্যান্ড। শিলিগুড়ি থেকে প্রায় ৮০ কিলোমিটারের রাস্তা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পর্যটন কেন্দ্র।
পাশ দিয়ে অবিরাম বয়ে রয়েছে মূর্তি নদী। মাঝে বড় বড় পাথর। সেখানেই বারবার ধাক্কা খাচ্ছে মূর্তি। পর্যটন কেন্দ্রের আর একপাশে রয়েছে ঘন সবুজ জঙ্গল। বেশিরভাগ ক্ষেত্রে সামসিং ঘুরে ফেরার পথে অনেকেই এক রাত কাটিয়ে যান রকি আইল্যান্ডে। রকি আইল্যান্ড পিকনিকের জন্য আদর্শ জায়গা। নদীর তীরে বসে মাছ ধরা, বারবিকিউ করা মতো একাধিক কাজ করতে পারবেন। পাশাপাশি উপভোগ করতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য।
সামসিং থেকে রকি আইল্যান্ড যাওয়ার রাস্তা পুরোটাই পাথুরে। তবে, রাস্তার চারপাশের সৌন্দর্য মন ভোলানো। রাস্তায় পড়বে কমলালেবুর বাগান। যদিও শীত ছাড়া সে দৃশ্য দেখতে পাওয়া কঠিন। তবে, বর্ষা চলাকালীন গেলে আপনার রাস্তার দৃশ্যপট যখন তখন ঢেকে দিতে পারে মেঘ এসে। শিলিগুড়ি থেকেও রকি আইল্যান্ড যাওয়ার রাস্তাও খুব সুন্দর। দু’পাশে ঘন সবুজ জঙ্গল। পাহাড়ের চড়াই-উতরাই সেরকম না থাকলেও রকি আইল্যান্ডে রয়েছে ট্রেকিং রুটও।
রকি আইল্যান্ড থেকে পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে যেতে পারেন নাগ ভ্যালি। সকালের জলখাবার খেয়ে বেরিয়ে পড়তে পারেন এই নাগ ভ্যালির উদ্দেশ্যে। এখান থেকে আরও ২ কিলোমিটার হাঁটলে পৌঁছে যেতে পারেন ভাট্টিটারে। এখানে গেলে দেখা পাবেন বিভিন্ন হিমালয়ান পাখির। এছাড়া রকি আইল্যান্ডের খুব কাছেই রয়েছে মৌচুকি গ্রাম। নদীর ধারে গড়ে উঠেছে এই গ্রাম। চাইলে সেখানেও যেতে পারেন। অক্টোবর হল রকি আইল্যান্ড যাওয়ার সেরা সময়। তাই পুজোর সময় ডুয়ার্স বেড়াতে গেলে ঘুরে দেখতে পারেন রকি আইল্যান্ড।