Tatkal Passport: পুলিশ ভেরিফিকেশন ছাড়াই ৭ দিনের মধ্যে হাতে পাবেন পাসপোর্ট, কীভাবে আবেদন করবেন?

TV9 Bangla Digital | Edited By: megha

Aug 21, 2023 | 11:31 AM

How To Apply for Passport: জরুরি ভিত্তিতে যদি বিদেশ যাওয়ার দরকার পড়ে, কিংবা বিদেশ ভ্রমণের জন্য হাতে বেশি সময় না থাকে, তাহলে আপনি এই তৎকাল পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। খুব কম দিনের মধ্যেই আপনি হাতে পাসপোর্ট পেয়ে যাবেন।

Tatkal Passport: পুলিশ ভেরিফিকেশন ছাড়াই ৭ দিনের মধ্যে হাতে পাবেন পাসপোর্ট, কীভাবে আবেদন করবেন?

Follow Us

পুজোয় বিদেশ ভ্রমণের পরিকল্পনা রয়েছে? কিন্তু পাসপোর্ট নেই? চিন্তা নেই। মাত্র ৩ দিনের মধ্যে আপনি পাসপোর্ট হাতে পেতে পারেন। আপনাকে আবেদন করতে হবে তৎকাল পাসপোর্টের জন্য। সাধারণ নিয়মে পাসপোর্ট আবেদন করার পর বেশ কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হয়। পাসপোর্ট অফিসে যাওয়া, পুলিশ ভেরিফিকেশন হাজার ঝক্কি পোহাতে হয়। কিন্তু তৎকাল পাসপোর্টের জন্য আবেদন করলে এসব কিছুই করতে হবে না আপনাকে। পাশাপাশি অপেক্ষা করতেও হবে না পাসপোর্ট হাতে পাওয়ার জন্য। এমকী বাড়ি বসেই আপনি আবেদন করতে পারবেন পাসপোর্টের জন্য।

জরুরি ভিত্তিতে যদি বিদেশ যাওয়ার দরকার পড়ে, কিংবা বিদেশ ভ্রমণের জন্য হাতে বেশি সময় না থাকে, তাহলে আপনি এই তৎকাল পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। খুব কম দিনের মধ্যেই আপনি হাতে পাসপোর্ট পেয়ে যাবেন। এমনকী এক সপ্তাহও অপেক্ষা করতে হবে না আপনাকে। আপনি কীভাবে এই তৎকাল পাসপোর্টের জন্য আবেদন করবেন, রইল নিয়ম।

প্রথম ধাপ- প্রথমে আপনাকে পাসপোর্ট সেবার অফিসিয়াল পোর্টালে যেতে হবে। www.passportindia.gov.in -এই ওয়েব সাইটে গিয়ে নিজের নাম রেজিস্টার করতে হবে।

দ্বিতীয় ধাপ- রেজিস্ট্রেশনের পর আপনার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে লগইন করতে হবে।

তৃতীয় ধাপ- এরপর আপনাকে দু’টো অপশন দেওয়া হবে – ‘ফ্রেশ’ ও ‘রিইস্যু’। আপনি আপনার প্রয়োজন মতো বিকল্প বেছে নিন।

চতুর্থ ধাপ- এরপর স্কিমের প্রকার অনুযায়ী ‘তৎকাল’ অপশন বেছে নিন।

পঞ্চম ধাপ- অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিন। এরপর এটি এতে প্রয়োজনীয় বিবরণ দিয়ে পূরণ করে নিন।

ষষ্ঠ ধাপ- অনলাইনেই ফর্মটি সাবমিট করে দিন। আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাকে অনলাইনেই করতে হবে।

সপ্তম ধাপ- তৎকাল পাসপোর্টের জন্য ২,০০০ টাকা ব্যয় করতে হবে। পেমেন্ট পদ্ধতি শেষ করুন এবং রসিদের একটি প্রিন্ট আউট নিয়ে নিন।

অষ্টম ধাপ- অনলাইনে আবেদনের প্রক্রিয়া শেষ হলে আপনার নিকটবর্তী পাসপোর্ট পরিষেবা কেন্দ্রে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করুন।

যেদিন আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, সেদিন আপনাকে ওই পাসপোর্ট পরিষেবা কেন্দ্রে যেতে হবে। সেখানে আপনাকে সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে যেতে হবে। সেসব প্রয়োজনীয় নথি যাচাই করা হবে। আপনার কাজ শেষ। এরপর আপনার আবেদন চূড়ান্ত অনুমোদন পেলেই পাসপোর্ট তৈরি হয়ে যাবে। ৭ দিনের মধ্যে আপনি হাতে পেয়ে যাবেন পাসপোর্ট। এর মাঝে আপনাকে পুলিশ ভেরিফিকেশনের কোনও ঝক্কি পোহাতে হবে না।

Next Article