নিজের বাড়ি স্বপ্নের মতো হয়। কিন্তু এই স্বপ্ন সবার পূরণ হয় না। বেশিরভাগ ক্ষেত্রে আর্থিক অবস্থার কারণে নিজের বাড়ি কেনার স্বপ্ন অধরা থেকে যায়। কিন্তু আপনি যদি মাত্র ৮৩ টাকার বিনিময়ে বাড়ি পেয়ে যান? কিনবেন? একতলা বাড়ি। রয়েছে দুটো শোওয়ার ঘর, রান্নাঘর, বাথরুম। এমনকী বাড়ির সঙ্গে রয়েছে একফালি বাগানও। দাম মাত্র ৮৩ টাকা। বিশ্বের সবচেয়ে সস্তা বাড়ি। বিক্রির জন্য বিজ্ঞাপনও দেওয়া হয়েছে।
মার্কিন মুলুকে পাওয়া যাচ্ছে বিশ্বের সবচেয়ে সস্তা বাড়ি। শুনতে অদ্ভুত লাগলেও, এই একতলা বিক্রি হচ্ছে মাত্র ১ ডলারে। ভারতীয় মূল্যে যার দাম প্রায় ৮৩ টাকা। বিজ্ঞাপনের সঙ্গে প্রকাশ করা হয়েছে বাড়ির ছবিও। আমেরিকার একটি রিয়েল এস্টেট সংস্থা ‘জিলো’ রয়েছে এই বাড়িটি বিক্রির দায়িত্বে।
মিশিগান শহরে রয়েছে এই বাড়িটি। বাড়িটির মোট আয়রন ৭২৪ বর্গফুট। এখানে রয়েছে দু’টো শোওয়ার ঘর, একটা বাথরুম ও রান্নাঘর। তার সঙ্গে রয়েছে বাগানও। ২৩ অগস্টের পর্যন্ত আপনি ১ ডলার দিয়ে এই বাড়িটি কিনতে পারবেন। এমন সুবর্ণ সুযোগ কেউই হাতছাড়া করতে চায় না। তাই বিজ্ঞাপন দেখে শোরগোল পড়ে নেটদুনিয়ায়।
এই বাড়িটি তৈরি হয় ১৯৫৬ সালে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে শেষবার এই বাড়িটি বিক্রি হয়েছিল। তখন ৪,০৯২ ডলারে এই বাড়িটি বিক্রি হয়েছিল। যার ভারতীয় মূল্য প্রায় ৩,৩৯,৯৫৩ টাকা। কিন্তু হঠাৎ করে কেন ১ ডলারে বিক্রি হচ্ছে বাড়িটা? সেই উত্তর লুকিয়ে রয়েছে বাড়ির অন্দরে।
বাড়ির ভিতরের অবস্থা খুব একটা ভাল নয়। জরাজীর্ণ বলা চলে। সেই ছবিও সামনে এনেছে ওই রিয়েল এস্টেট সংস্থা। পাশাপাশি তারা লিখেছে, ভিতরে পা দিলেই বোঝা যাবে বাড়ির অবস্থা কেমন। তবে, আপনি যদি নিজের মতো করে বাড়িটা সাজাতে চান, তাহলে সারিয়ে নিতে হবে। ১ ডলার দিয়ে বাড়ি কিনে সারাতে হবে। তারপর মনের মতো করে সাজাতে হবে। এমনকী বাগানেও আপনাকেই দিতে হবে সবুজের ছোঁয়া।
জিলো বলছে, ১ ডলারে আপনি বাড়ি নয়, একটা অভিজ্ঞতা কিনতে চলেছেন। এখনও পর্যন্ত প্রায় ২০০ জনেরও বেশি মানুষ এই বাড়িটি কিনতে আগ্রহী। একজন ৩০ হাজার ডলার দিয়ে বাড়িটি কিনতেও রাজি। মনে করা হচ্ছে, এই বাড়ির দাম প্রায় ৫০ হাজার ডলার পর্যন্ত উঠতে পারে। তবে, এখনও অবধি বাড়ির দাম ১ ডলারই। আর এটাই এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সস্তা বাড়ি।