Kalimpong: পুজোয় কালিম্পং যাচ্ছেন? এই পাহাড়ি জনপদে কাটাতে পারেন দু’রাত্রি

TV9 Bangla Digital | Edited By: megha

Aug 24, 2023 | 11:37 AM

Offbeat Destination: 'কাফের' নামের একটি ফুলের দেখা পাওয়া যায় এই লেপচা গ্রামে। সেখান থেকেই গ্রামের নামও হয়ে গিয়েছে 'কাফেরগাঁও'। এই গ্রাম বাসও লেপচাদের। জনসংখ্যা কম হওয়ায় খুব বেশি বাড়িঘর নেই। আর পায়ে হেঁটেই ঘুরে নেওয়া যায় এই পাহাড়ি গ্রাম।

Kalimpong: পুজোয় কালিম্পং যাচ্ছেন? এই পাহাড়ি জনপদে কাটাতে পারেন দুরাত্রি

Follow Us

পুজোর ছুটিতে অনেকেই পাহাড় ভ্রমণের পরিকল্পনা করে নিয়েছেন। কাটা হয়ে গিয়েছে ট্রেনের টিকিট। তবে, এখনও এমন অনেকে রয়েছেন, যাঁদের ডেস্টিনেশন বাছাইয়ের কাজ শেষ হয়নি। হাতে যদি মাত্র ৪ দিন ছুটি থাকে, তাহলে উত্তরবঙ্গই ভরসা। আর শহরের বাইরে শান্ত পরিবেশে পুজোর ছুটি কাটাতে চাইলে যেতে পারেন কাফের। পাহাড়, জঙ্গলের মাঝে মেঘেদের আনাগোনা লেগে থাকে এই পাহাড়ি গ্রামে। পুজোর আমেজে ঘুরে আসতে পারেন কাফেরগাঁও থেকে।

কালিম্পং জেলার লাভা বা লোলেগাঁও যাননি, এমন বাঙালি খুঁজে পাওয়া কঠিন। এই দুই জনপ্রিয় পর্যটন কেন্দ্রের কাছেই রয়েছে কাফেরগাঁও। উচ্চতা প্রায় ৫২০০ ফুট। ১৫০ থেকে ২০০ মানুষের বাস। তাই কোলাহল, দূষণের চিহ্ন মাত্র নেই ওখানে। বরং, গ্রাম জুড়ে রয়েছে অপার শান্তি। প্রাণ ভরে অক্সিজেন নেওয়ার সুযোগ। আর রয়েছে কাঞ্চনজঙ্ঘা। বিশ্বের তৃতীয় উচ্চতম দেখা যায় কাফেরগাঁও থেকে। তবে, আকাশ যদি পরিষ্কার থাকে। পুজোর সময় বৃষ্টি না হলে তুষারাবৃত শৃঙ্গ দেখার সুযোগ রয়েছে কাফের থেকে।

‘কাফের’ নামের একটি ফুলের দেখা পাওয়া যায় এই লেপচা গ্রামে। সেখান থেকেই গ্রামের নামও হয়ে গিয়েছে ‘কাফেরগাঁও’। এই গ্রাম বাসও লেপচাদের। জনসংখ্যা কম হওয়ায় খুব বেশি বাড়িঘর নেই। আর পায়ে হেঁটেই ঘুরে নেওয়া যায় এই পাহাড়ি গ্রাম। দু’দিনের অলসযাপনের জন্য সেরা ঠিকানা হতে পারে কাফেরগাঁও।

কালিম্পংয়ের লোলেগাঁও থেকে ৫ কিলোমিটার দূরে কাফেরগাঁও। আর কালিম্পং শহর থেকে কাফেরের দূরত্ব মাত্র ৪৫ কিলোমিটার। তবে, এই স্পট থেকে বেরিয়ে আশেপাশে ঘুরতে যাওয়ার খুব একটা প্রয়োজন নেই। হোমস্টের ঘরে বা বারান্দায় বসেই আপনি উপভোগ করতে পারবেন প্রকৃতিকে। পাহাড়ি পথ ধরে বেরিয়ে পড়তে পারেন জঙ্গল ঘুরতে। এছাড়া নীচে নেমে ঘুরতে পারেন লোয়ার কাফের। লোয়ার কাফেরে মানুষের বাস বেশি। এখানের প্রতিটা বাড়িতে দেখতে পাবেন পাহাড়ি ফুলের বাহার। গ্রামবাসীদের সরল জীবনযাপনকে আরও রঙিন করে তোলে এসব বাহারি ফুল।

পুজোর ছুটিতে লাভা-লোলেগাঁও বা রিশপ বেড়াতে গেলে যেতে পারেন কাফেরগাঁও। কাছেই রয়েছে ঝান্ডিদাঁড়া। এই পর্যটন কেন্দ্র থেকে দেখা যায় স্লিপিং বুদ্ধার কোলে সূর্যোদয়। এছাড়া কাফেরগাঁও থেকে ১৩ কিলোমিটার দূরে রয়েছে চারখোল। এই পাহাড়ি গ্রামও তার নিজের মতো করে সুন্দর। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের টানে পর্যটকেরা বারবার ফিরে আসতে চান এসব পাহাড়ি গ্রামে।

নিউ মাল স্টেশন থেকে মাত্র ৩ ঘণ্টার পথ কাফেরগাঁও। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকেও কালিম্পং, লাভা হয়ে আসা যায় কাফের। দূরত্ব মাত্র ১২৫ কিলোমিটার। পৌঁছাতে সময় লাগবে প্রায় ৫ ঘণ্টা। বাগডোগরা বিমানবন্দর থেকেও কাফেরগাঁও যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। আর থাকার জন্য পেয়ে যাবেন হোমস্টে।

Next Article