Beach Vacation: সমুদ্র তটে বেড়াতে যাচ্ছেন? ব্যাগ গোছানোর সময় যা কিছু সঙ্গে নেবেন

TV9 Bangla Digital | Edited By: megha

Aug 25, 2023 | 9:15 AM

Beach Travel Tips: বিচ ভ্যাকেশন পাহাড় বা জঙ্গল ভ্রমণের চেয়ে সবসময় আলাদা হয়। হোটেলের বারান্দা থেকে সমুদ্র দেখা যাবে থেকে শুরু করে বিচ ফ্যাশন সবই চায় সমুদ্র ভ্রমণে। সমুদ্র সৈকতে বেড়াতে গেলে কোন-কোন বিষয় অবশ্যই মাথায় রাখা দরকার, জানেন?

Beach Vacation: সমুদ্র তটে বেড়াতে যাচ্ছেন? ব্যাগ গোছানোর সময় যা কিছু সঙ্গে নেবেন

Follow Us

সেপ্টেম্বরের আগে জঙ্গল খুলবে না। পাহাড়েও প্রবল বৃষ্টি, ধস নামছে। তাই এখন ডেস্টিনেশন দিঘা, পুরী, মন্দারমণি। আবার কেউ কেউ যাচ্ছেন গোয়া, কেরল, কর্ণাটকের সমুদ্রতটে। বিচ ভ্যাকেশন পাহাড় বা জঙ্গল ভ্রমণের চেয়ে সবসময় আলাদা হয়। হোটেলের বারান্দা থেকে সমুদ্র দেখা যাবে থেকে শুরু করে বিচ ফ্যাশন সবই চায় সমুদ্র ভ্রমণে। কফির কাপ বা বিয়ারের বোতলে চুমুক দিতে দিতে সমুদ্রের ঢেউ গুনতেও চান অনেকে। তবে, সমুদ্র সৈকতে বেড়াতে গেলে কোন-কোন বিষয় অবশ্যই মাথায় রাখা দরকার, জানেন?

ওয়াটারপ্রুফ ব্যাগ 

সমুদ্র সৈকতে বেড়াতে গেলে সঙ্গে নিন ওয়াটারপ্রুফ ব্যাগ। নিতে পারেন ড্রাই ব্যাগও। এগুলো সিলিন্ডারের মতো দেখতে হয়। এতে জল লাগলেও ভিজে যাওয়ার সম্ভাবনা নেই। সমুদ্র পাড়ে ঘুরতে গেলে প্রয়োজনীয় জিনিস এই ব্যাগে নিয়ে ঘুরতে যেতে পারেন। যেহেতু এই ধরনের ব্যাগগুলো আকারেও ছোট হয়, তাই বইতে সমস্যা নেই।

ওয়াটারপ্রুফ কেস 

মোবাইল ছাড়া দিন চলে না। আর বেড়াতে গেলে সঙ্গী হয় ক্যামেরাও। সঙ্গে থাকে আরও নানা গ্যাজেট। সেগুলোতে জল পড়ে নষ্ট যাতে না হয়, তার জন্য ওয়াটারপ্রুফ কেস জরুরি। ওয়াটারপ্রুফ কেস আপনার ইলেকট্রনিক গ্যাজেটকে জলের হাত থেকে রক্ষা করবে।

ছাতা-টুপি-সানগ্লাস 

সমুদ্র সৈকতে বেড়াতে গেলে এই ৩টি জিনিস অতিআবশ্যিক প্রয়োজন। বিচ ছাতা ব্যবহার করা সবচেয়ে ভাল। এগুলো একটু বড় সাইজের হয়। এই বিচ ছাতা সমুদ্রের পাড়ে ঘাটিয়ে বসতে পারবেন। সঙ্গে নেবেন টুপি ও সানগ্লাসও। এই কয়েকটি জিনিস আপনার ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে রক্ষা করবে। ট্যান এড়ানোর সবচেয়ে সহজ উপায়। একইভাবে সঙ্গে নেবেন সানস্ক্রিন।সারা দিন জুড়ে যদি সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানোর পরিকল্পনা থেকে, দু’ঘণ্টা অন্তর-অন্তর সানস্ক্রিন মাখুন।

সঠিক জুতো পরুন

বিচ ভ্যাকেশন জুতো ভীষণ জরুরি। ক্লগ, স্লিপার, কিটোর মতো জুতো সমুদ্র সৈকতের জন্য সবচেয়ে ভাল। যে জুতো পরবেন, সেটা যেন রাবার বা প্লাস্টিকের হয়, এ বিষয়ে খেয়াল রাখুন। চামড়ার জুতো পরলে সেটা নষ্ট হয়ে যেতে পারে।

মাইক্রোফাইবারের তোয়ালে

মাইক্রোফাইবারের তোয়ালে খুবই হালকা ও পাতলা হয়। চটজলদি জল শুষে নেয় এবং দ্রুত শুকিয়ে যায়। এগুলো সাধারণ তোয়ালের থেকে একটু আলাদা হয়। হালকা ও পাতলা হওয়ায় আপনার ব্যাগেও বেশি জায়গা নেবে না। সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়ার জন্য এই ধরনের তোয়ালে আদর্শ।

পোশাক

বিচ ফ্যাশনের কথা মাথায় রেখে ব্যাগ গোছান। ফ্লোরাল প্রিন্টের পোশাক আদর্শ। রঙিন হলে আরও জমে যাবে ভ্যাকেশন। তবে, সুতির পোশাক নেবেন। মাইক্রোফাইবার ক্লোথও নিতে পারেন। বিকিনি পরলে ওয়াক্সিং করিয়ে নেবেন অবশ্যই। আর একটা অতিরিক্ত জামাকাপড় রাখবেন, যাতে একটা জামা ভিজে গেলে সমস্যায় না পড়তে হয়।

Next Article