Acne-Prone Skin: ব্রণ তাড়াতে নানা ধরনের প্রসাধনী ট্রাই করছেন? যে পণ্য ভুলেও মাখবেন না
TV9 Bangla Digital | Edited By: megha
Aug 21, 2023 | 3:23 PM
Skin Care Tips: ব্রণ তাড়ানোর জন্য নানা বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করেন অনেকেই। ফল যে মেলে তাও নয়। উল্টে ত্বকের ক্ষতি হয়। কিন্তু সব ধরনের পণ্য ব্রণ-প্রবণ ত্বকের উপর ব্যবহার করা যায় না।
1 / 8
ব্রণ-প্রবণ ত্বকের বিশেষ যত্ন নিতে হয়। ব্রণ তাড়ানোর জন্য নানা বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করেন অনেকেই। ফল যে মেলে তাও নয়। উল্টে ত্বকের ক্ষতি হয়।
2 / 8
ত্বকের ভাল রাখতে গেলে স্কিন কেয়ারের পাশাপাশি লাইফস্টাইলের উপর নজর দিতে হয়। কিন্তু সব ধরনের পণ্য ব্রণ-প্রবণ ত্বকের উপর ব্যবহার করা যায় না।
3 / 8
ব্রণ তাড়াতে অনেকেই নারকেল তেল, লেবুর রসের বিভিন্ন পণ্য ব্যবহার করেন। এগুলো আদৌ ত্বকের জন্য উপকারী কি? চলুন জেনে নেওয়া যাক, ব্রণ-প্রবণ ত্বকে কোন-কোন পণ্য ব্যবহার করা যায় না।
4 / 8
ব্রণর হাত থেকে মুক্তি পেতে অনেকেই এসেনশিয়াল অয়েল ব্যবহার করেন। কিন্তু এগুলো ব্রণর উপর ব্যবহার না করা ভাল। এসেনশিয়াল অয়েলের প্রভাব জোরাল হয়। এটি ব্রণর সমস্যা বাড়াতে পারে।
5 / 8
অনেক প্রসাধনী পণ্যে অ্যালকোহল পাওয়া যায়। সেসব পণ্য এড়িয়ে চলুন। ব্রণ প্রবণ ত্বকে অ্যালকোহল লাগলে প্রদাহ বাড়তে পারে। পাশাপাশি ত্বক শুষ্ক করে দেয়। ত্বকের পিএইচ স্তরের মাত্রা নষ্ট করে দেয়।
6 / 8
বাজারচলতি অনেক ফেসওয়াশে, টোনারে প্যারাবিন থাকে।প্যারাবিন প্রসাধনীকে ফাঙ্গাল, ব্যাকটেরিয়া ও ইস্টের হাত থেকে রক্ষা করে। কিন্তু ত্বকের জন্য মোটেই প্যারাবিন ভাল নয়। এটি ব্রণ সমস্যা বাড়াতে পারে।
7 / 8
বেশিরভাগ প্রসাধনীর মধ্যে সুগন্ধি যোগ করা হয়। এগুলো ত্বকে অ্যালার্জির সমস্যা বাড়িয়ে তোলে। পাশাপাশি ত্বকে প্রদাহ বাড়িয়ে তোলে। তাই এই ধরনের পণ্য ব্রণ প্রবণ ত্বকে এড়িয়ে যাওয়াই ভাল।
8 / 8
নারকেল তেল শুষ্ক ত্বকের জন্য দারুণ উপকারী। কিন্তু ব্রণ প্রবণ ত্বক বা তৈলাক্ত ত্বকে নারকেল তেল সমস্যা বাড়িয়ে তুলতে পারে। একইভাবে, আমন্ড অয়েলও ব্রণ প্রবণ ত্বকে এড়িয়ে যাওয়া উচিত।