Papaya Face Pack: পুজোর আগে ফেরান ত্বকের জেল্লা, সপ্তাহে ২ বার মুখে মাখুন পাকা পেঁপে
TV9 Bangla Digital | Edited By: megha
Aug 24, 2023 | 2:20 PM
Home Remedies for Skin: ত্বককে হাইড্রেটেড রাখতে এবং ত্বককে ক্ষয়ের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে পাকা পেঁপে। পাকা পেঁপে মুখে মাখলে ত্বকের বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে। ত্বককে এক্সফোলিয়েট করে এবং দাগছোপ দূর করে। কোন উপায়ে মুখে পাকা পেঁপে মাখবেন, রইল টিপস।
1 / 8
পাকা পেঁপে খেলে একাধিক রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। আর পাকা পেঁপে মুখে মাখলেও জেল্লা ফেটে পড়ে। ত্বককে হাইড্রেটেড রাখতে এবং ত্বককে ক্ষয়ের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে পাকা পেঁপে।
2 / 8
পাকা পেঁপে মুখে মাখলে ত্বকের বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে। ত্বককে এক্সফোলিয়েট করে এবং দাগছোপ দূর করে। কোন উপায়ে মুখে পাকা পেঁপে মাখবেন, রইল টিপস।
3 / 8
শুষ্ক ত্বকে পাকা পেঁপের সঙ্গে মধু মিশিয়ে মাখতে পারেন। এতে ১ চামচ কাঁচা দুধ মেশাবেন। এই ফেসপ্যাক ত্বককে নরম ও মসৃণ করে তুলতে সাহায্য করে। পাশাপাশি দাগছোপ দূর করে।
4 / 8
ব্রণর সমস্যা আপনি পাকা পেঁপের সঙ্গে মধু ও লেবুর রস মিশিয়ে মাখুন। এতে আপনি চন্দনের গুঁড়ো বা মুলতানি মাটিও মেশাতে পারেন। ১০-১৫ মিনিট রেখে সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
5 / 8
মুখে তরতাজা ভাব ফিরিয়ে আনতে ফলের ফেসপ্যাক সবচেয়ে ভাল। পাকা পেঁপে, শসা ও কলা একসঙ্গে পেস্ট করে মসৃণ ফেসপ্যাক বানিয়ে নিন। এটি ফেসপ্যাক ত্বকের অতিরিক্ত তেল পরিষ্কার করে জেল্লা বাড়িয়ে তোলে।
6 / 8
ওপেন পোরসের সমস্যাও দূর করে পাকা পেঁপে। পাকা পেঁপের সঙ্গে ডিমের সাদা অংশ মিশিয়ে নিন। এই ফেসপ্যাক মুখে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ১ বার এই ফেসপ্যাক ব্যবহার করলে কমবে ওপেন পোরস।
7 / 8
মুখের তেলতেলে ভাব নিয়ন্ত্রণে উপযোগী পাকা পেঁপে। পাকা পেঁপে ম্যাশ করে নিন। এতে লেবুর রস মিশিয়ে মুখে মাখুন। এই ফেসপ্যাক ত্বকের জেল্লা বাড়িয়ে তুলতে দারুণ সহায়ক। সপ্তাহে ২-৩ বার এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।
8 / 8
ট্যান দূর করতে পাকা পেঁপের সঙ্গে টমেটো মিশিয়ে মাখুন। এতে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে দিতে পারেন। এই ফেসপ্যাকে সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলে ত্বক থেকে সমস্ত ট্যান দূর হয়ে যাবে। পাশাপাশি কমবে দাগছোপও।