Chicken Malaikari: চিংড়িতে অ্যালার্জি? দুঃখ নেই চিকেন দিয়েই বানিয়ে নিন মালাইকারি, রইল রেসিপি
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Aug 23, 2023 | 4:39 PM
Chicken Recipe: প্রথমেই মাংসটা ভাল করে ধুয়ে নিন। জল ঝরিয়ে তাতে আদা, রসুন ও পেঁয়াজ বাটা দিন। আরও দিতে হবে পরিমাণমতো নুন, ময়দা, ডিম ও শুকনো লঙ্কা দিয়ে ৩০ মিনিটের জন্য ম্যারিনেট করুন।
1 / 8
মালাইকারি খেতে পছন্দ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া বেশ মুশকিল। তবে মালাইকারি বলতেই আমাদের মাথায় আসে চিংড়ি্র কথা।
2 / 8
তবে অনেকেই হয়তো জানেন না শুধু চিংড়ি দিয়েই নয়, আপনার প্রিয় চিকেন দিয়েও দারুণ সুস্বাদু মালাইকারি বানানো যায়।
3 / 8
অ্যালার্জির জন্য যাঁরা চিংড়ি খেতে পারেন না তাঁরা চিকেনের এই মালাইকারি খেতেই পারেন। এবার কীভাবে বানাবেন জেনে নিন ঝটপট।
4 / 8
এই পদ বানাতে লাগবে চিকেন, নারকেলের দুধ, মিষ্টি দই, আদা বাটা, পেঁয়াজ বাটা, কাজুবাদাম বাটা, এলাচ।
5 / 8
আরও লাগবে দারুচিনি, ডিম, ময়দা, ঘি, টমেটো পিউরি, শুকনো লঙ্কা, রসুন বাটা, তেল, বাদামকুচি।
6 / 8
প্রথমেই মাংসটা ভাল করে ধুয়ে নিন। জল ঝরিয়ে তাতে আদা, রসুন ও পেঁয়াজ বাটা দিন। আরও দিতে হবে পরিমাণমতো নুন, ময়দা, ডিম ও শুকনো লঙ্কা দিয়ে ৩০ মিনিটের জন্য ম্যারিনেট করুন।
7 / 8
এবার কড়াই গরম করে তাতে ঘি ও তেল দিন। তাতে একে-একে পেঁয়াজ বাটা, দারুচিনি, এলাচ দিয়ে নাড়াচাড়া করে নিন। এরপর কাজুবাদাম বাটা, টমেটো পিউরি ও রসুন বাটা দিয়ে কষিয়ে নিন।
8 / 8
মশলা কষে গেলে তাতে ম্যারিনেট করা মাংসটা দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। নারকেলের দুধ দিন। মাংস ফুটে গেলে নামিয়ে নিন। পরিবেশনের সময় বাদাম কুচি ছড়িয়ে দিন।