Hibiscus for Hair: পুজোর আগে ঘন কালো চুল পেতে চান? আজ থেকেই জবা ফুলের তেল মাখুন
TV9 Bangla Digital | Edited By: megha
Aug 19, 2023 | 5:35 PM
Hair Care Tips: পুজো আসার আগে চুলের যাবতীয় সমস্যার সমাধান করতে আজ থেকে জবা ফুল ব্যবহার করুন। জবা গাছের ফুল ও পাতা দুটোই চুলের জন্য উপকারী। কিন্তু চুলের যত্নে কোন উপায়ে জবা ফুল ও পাতা ব্যবহার করবেন, জানেন?
1 / 8
মা-দিদিমাদের যুগ থেকে চুলের যত্নে জবা ফুল, পাতা ইত্যাদি ব্যবহার হয়ে আসছে। পুজো আসার আগে চুলের যাবতীয় সমস্যার সমাধান করতে আজ থেকে জবা ফুল ব্যবহার করুন।
2 / 8
জবা গাছের ফুল ও পাতা দুটোই চুলের জন্য উপকারী। চুল পড়াকে রোধ করা থেকে শুরু করে ফলিকল মজবুত করা এবং স্ক্যাল্পে রক্ত সঞ্চালন উন্নত করা ইত্যাদি উপকারিতা এনে দেয় জবা ফুল ও পাতা।
3 / 8
জবা ফুলের মধ্যে অ্যামিনো অ্যাসি়ড রয়েছে যা, চুলে কেরাটিন প্রোটিনের উৎপাদন বাড়িয়ে তোলে। এটি চুলের প্রাকৃতিক জেল্লা ধরে রাখতে সাহায্য করে। কিন্তু কোন উপায়ে জবা ফুল ও পাতা ব্যবহার করবেন, জানেন?
4 / 8
বেশিরভাগ ক্ষেত্রে জবা ফুলের তেল ব্যবহার করা হয়। চুলের ঘনত্ব বৃদ্ধি করতেও আপনিও সেই পন্থা বেছে নিতে পারেন। নারকেল তেলের সঙ্গে জবা ফুলের পাপড়ি বেটে ফুটিয়ে নিন। এই তেল শ্যাম্পু করার আগে চুলে মাখুন।
5 / 8
আমন্ড অয়েলের সঙ্গে জবা ফুলের পাপড়ি মিশিয়ে দিন। এই তেল ফোটানোর বদলে শিশিতে ভরে রোদে রেখে দিন। ১৫ দিন ২-৩ ঘণ্টা রোদে রাখলেই আপনার হেয়ার অয়েল তৈরি হয়ে যাবে।
6 / 8
জবা ফুল ও পাতা একসঙ্গে বেটে নিন। এবার এই মিশ্রণটি নারকেল তেলের সঙ্গে ফুটিয়ে নিন। এই তেল ব্যবহার করলে আপনার চুলের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে। আপনি পাবেন ঘন কালো চুল।
7 / 8
এছাড়া আপনি অ্যালোভেরার নির্যাসের সঙ্গে জবা ফুলের পাপড়ি বেটে নিতে পারেন। এটি হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন। স্নানের আগে ২০ মিনিট এটি চুলে লাগিয়ে রাখুন। এটি চুল পড়াকে রোধ করবে।
8 / 8
চুলের অকালপক্কতাকে রোধ করতে জলের সঙ্গে জবা ফুলের পাপড়ি ফুটিয়ে নিন। জলের রং লালচে হয়ে এলে এটি একটি স্প্রে বোতলে ভরে নিন। এই হেয়ার টনিক রোজ ব্যবহার করলে সাদা চুল আবার কালো হয়ে যাবে।